হলদিয়া বন্দরের নিখোঁজ বাংলাদেশি নাবিক ৭ দিন পরেও মিলল না খোঁজ৭ দিন পার হলেও খোঁজ মীলোনা বাংলাদেশী জাহাজের নাবিক আরিফ শেখের। বন্দর থেকে কিভাবে নিখোঁজ হল এই নাবিক তা নিয়ে চলছে তদন্ত। সূত্রের খবর, ৯ জন নাবিক সহ একটি জাহাজ বাংলাদে…
হলদিয়া বন্দরের নিখোঁজ বাংলাদেশি নাবিক ৭ দিন পরেও মিলল না খোঁজ
৭ দিন পার হলেও খোঁজ মীলোনা বাংলাদেশী জাহাজের নাবিক আরিফ শেখের। বন্দর থেকে কিভাবে নিখোঁজ হল এই নাবিক তা নিয়ে চলছে তদন্ত। সূত্রের খবর, ৯ জন নাবিক সহ একটি জাহাজ বাংলাদেশ থেকে হলদিয়া বন্দরে আসে গত ১৮ ই মার্চ। হলদিয়া থেকে ফ্লাইং অ্যাস বোঝাই করে ফেরার কথা ছিল তাদের ওই জাহাজের নাবিক আরিফ শেখ ২০শে মার্চ থেকে আচমকা নিখোঁজ হয়ে যায়। বাংলাদেশের নাড়াইল জেলার নাড়াইল সদর থানা এলাকা আরিফ শেখ নামে এক বত্রিশ বছরের নাবিকের বাড়ি । ৯জন নাবিক সহ পন্য বাহী এক জাহাজ বাংলাদেশ থেকে হলদিয়া ইনল্যান্ড ওয়াটার ওয়েজ জেটিতে আসে ১৮ই মার্চ। হলদিয়া থেকে ফ্লাই অ্যাস বোঝাই করে ২২ শে মার্চ ফের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ২০ মার্চ বিপত্তি ঘটে। ওই জাহাজের নাবিক আরিফ জাহাজের মূলত রান্নার কাজ করতেন। রান্নার পাশাপাশি জাহাজের অন্যান্য নাবিকদের কাজের সহায়তা করতেন। ২০ মার্চ জাহাজের পাইপের মাধ্যমে ফাইভ অ্যাস ভরার কাজ চলছিল। সেই দিনই সন্ধ্যা সেই কাজে তদারকিতে গিয়েছিলেন ওই নাবিক। তার সহযোগীরাও তাকে শেষ বার ওই জায়গায় দেখেছেন। ব্যাস ওই শেষ দেখা। তারপর থেকে আর তাকে দেখা যায়নি। বহু খোঁজাখুঁজি করছেন সহকর্মী থেকে জেটির অন্যান্য কর্মীরা। ২১শে মার্চ হলদিয়া থানায় ওই নাবিক নিখোঁজ থাকার অভিযোগ দায় হয়েছে। ইতিমধ্যে জল পুলিশ তল্লাশি অভিযান চালিয়েও পায়নি কোন সন্ধান। টানা সাত দিন কেটে গিয়েছে সহকর্মীর হদিস না পেয়ে বিমর্ষ অন্যান্য নাবিক। ঘটনা প্রসঙ্গে হলদিয়া থানার আইসি রাজশ্রী দত্ত জানিয়েছেন বাংলাদেশী এক জাহাজের নাবিক নিখোঁজ থাকার থানায় অভিযোগ দায় হয়েছে । ইতিমধ্যে জল পুলিশ তল্লাশি অভিযান চালিয়েও পায়নি কোন সন্ধান। টানা সাত দিন কেটে গিয়েছে সহকর্মীর হদিস না পেয়ে বিমর্ষ অন্যান্য নাবিকরা। ঘটনা প্রসঙ্গে হলদিয়া থানার আইসি রাজশ্রী দত্ত জানিয়েছেন বাংলাদেশী এক জাহাজের নাবিক নিখোঁজ থাকায় অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করেছি । কিন্তু এখনো তার কোন হদিস পাওয়া যায়নি। নাবিক নিরুদ্দেশ থাকার কারণে বাংলাদেশ অভিমুখে রওনা না দিয়ে হলদিয়া ইংল্যান্ড ওয়াটার ওয়েজ যেটিতে আটকে থাকতে বাধ্য হয়েছে পণ্য বোঝাই জাহাজটি।
No comments