Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছাত্র ছাত্রীদের বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার জন্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান মেলা !

ছাত্র ছাত্রীদের বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার জন্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান মেলা !

বিজ্ঞানের বিষয় পাঠের পাশাপাশি পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার বার্তা দিয়ে হলদিয়ায় শুরু হয়েছে বিজ্ঞান মেলা। শনিবার ২২ শে মার্চ হলদিয়…

 



ছাত্র ছাত্রীদের বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার জন্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান মেলা !



বিজ্ঞানের বিষয় পাঠের পাশাপাশি পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার বার্তা দিয়ে হলদিয়ায় শুরু হয়েছে বিজ্ঞান মেলা। শনিবার ২২ শে মার্চ হলদিয়ার টাউনশিপে মোহনা মার্কেট কমপ্লেক্স প্রাঙ্গণে দু'দিনের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান মেলা ২০২৫-এর সূচনা হয়েছে। এবার দ্বিতীয় বর্ষে ওই বিজ্ঞান মেলার আয়োজক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হলদিয়া শহর বিজ্ঞান কেন্দ্র ও হলদিয়া বিজ্ঞান পরিষদ।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/gvW72kBHM_I

 সহযোগিতা করেছে ফোরাম অফ সায়েন্সটিস্ট, ইঞ্জিনিয়ার্স এণ্ড টেকনোলজিস্টস,  হলদিয়া আইকেয়ার শিক্ষা সংস্থা এবং হলদিয়া পেট্রকেম। মেলার মূল আকর্ষণ স্কুল পড়ুয়াদের বিজ্ঞান মডেল প্রদর্শনী, আকাশ পর্যবেক্ষণ  এবং সেমিনার। 'বিজ্ঞান ও পরিবেশের জন্য হাঁটুন' এবং 'বিজ্ঞানী সাজো' প্রতিযোগিতার মধ্য দিয়ে মেলার সূচনা হয়েছে। হলদিয়ার শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি কলেজের অধ্যাপক, শিল্প সংস্থার প্রতিনিধি ও বহু সাধারণ মানুষ বিজ্ঞান মিছিলে এদিন স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছেন। মিছিলে আকর্ষণ ছিল সুনীতা উইলিয়ামস ও বিজ্ঞানী সেজে পড়ুয়াদের পদযাত্রা। মেলার উদ্বোধন করেন বিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক অরুনাভ মিশ্র। সদ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পুরস্কার পেয়েছেন তিনি। উপস্থিত ছিলেন অধ্যাপক শুভময় দাস, হলদিয়া বিজ্ঞান পরিষদের প্রেসিডেন্ট আশিস লাহিড়ি, বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক শুচিস্মিতা মিশ্র, হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক গৌরীশঙ্কর রায়মহাপাত্র, শিল্প সংস্থার কর্তা বরুণ ষড়ঙ্গী, মেলার আহ্বায়ক অঞ্জন কুণ্ডু প্রমুখ। 'অবাক হতে পারলেই বিজ্ঞান এগোবে' এই বিষয়ে এদিন স্লাইড শো'র মাধ্যমে অধ্যাপক শুভময় দাসের অসাধারণ বক্তৃতা মুগ্ধ করেছে। এছাড়াও সেমিনার হয়েছে প্লাস্টিকের সঠিক ব্যবহার এবং একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের পুনর্ব্যবহার, পুনরুদ্ধার ও প্রক্রিয়াকরণ নিয়ে। বিজ্ঞানের মডেল প্রদর্শনীতে ২০টি স্কুলের ৬০টির বেশি মডেল অংশ নিয়েছে। রবিবার ২৩ শে মার্চ রয়েছে বিজ্ঞান বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজ ও বাগ্মীতা প্রতিযোগিতা। বাগ্মীতা প্রতিযোগিতার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ না অভিশাপ। মেলার বিশেষ আকর্ষণ বিড়লা ইন্ডাস্ট্রিয়েল এণ্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ভ্রাম্যমান বিজ্ঞান মডেল প্রদর্শনী ও টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ। গাছ লাগান গাছ বাঁচান শহর কে  দূষণমুক্ত করে বিজ্ঞানের জয় হোক।

No comments