পশ্চিমবঙ্গের বকখালি থেকে শুরু হলো কন্যাকুমারী পর্যন্ত সাইকেল র্যালি ৭ ই মার্চ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ উদ্যোগে সমৃদ্ধি ভারত সুরক্ষিত উপকূল অধীনে গ্রেট ইন্ডিয়ান কোস্টাল সাইক্লোথন শুরু করেছে এই রেলি উপক…
পশ্চিমবঙ্গের বকখালি থেকে শুরু হলো কন্যাকুমারী পর্যন্ত সাইকেল র্যালি
৭ ই মার্চ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ উদ্যোগে সমৃদ্ধি ভারত সুরক্ষিত উপকূল অধীনে গ্রেট ইন্ডিয়ান কোস্টাল সাইক্লোথন শুরু করেছে এই রেলি উপকূলীয় সুরক্ষা সচেতনতা প্রচারের লক্ষ্যে আজ পশ্চিমবঙ্গের বকখালি সমুদ্র সৈকত এবং গুজরাটে লাখপাট থেকে একযোগে এই র্যালি শুভ সূচনা হয়। এই গালি আগামী ৮ মার্চ শনিবার হলদিয়া থেকে শুরু করে দীঘা চাঁদপুর হয়ে কন্যাকুমারী যাওয়ার উদ্দেশ্যে রওনা হবেন আজকের এই
র্যালি শুভ সূচনা করেন পরাশর, সিনিয়র কমান্ড্যান্ট, শ্রী দীপক সিং, ডেপুটি কমান্ড্যান্ট। উপকূলরক্ষী কর্মকর্তারা উপস্থিত ছিলেন: শ. দিলীপ চক্রবর্তী, কমান্ড্যান্ট প্রমূখ।
No comments