Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লাল বাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড কারখানার কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি!

লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড কারখানার কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচিদিন দিন বাড়ছে দূষণের মাত্রা দূষণ রোধ করতে হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ যৌথ উদ্যোগে শিল্প সংস্থার আধিকারিকদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূ…

 



লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড কারখানার কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

দিন দিন বাড়ছে দূষণের মাত্রা দূষণ রোধ করতে হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ যৌথ উদ্যোগে শিল্প সংস্থার আধিকারিকদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে শিল্পসহ এলাকা। হলদিয়া পৌরসভার উদ্যোগে হলদিয়া সিটি সেন্টারে তৈরি হচ্ছে আম ও কাঁঠালের বাগান এছাড়া বাড়ঘাসিপুর মৌজা স্টেডিয়ামে একর জায়গার উপরেই লাগানো হচ্ছে বিভিন্ন চারা গাছ। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/aIIw0marcDk

শিল্প শহর হলদিয়া আধিকারিকরা  তাদের প্যান্টে সবুজায়ন বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছেন। হলদিয়া লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড তারা গত বছর থেকে শুরু করেছেন বৃক্ষ রোপন কর্মসূচি। আন্তর্জাতিক সেফটি দিবস থেকে শুরু হয়েছে কারখানার শ্রমিক তাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলবে আগামী ১০ই মার্চ পর্যন্ত। আজ ৭ ই মার্চ শুক্রবার হলদিয়া উন্নয়ন পর্ষদের অনুমতি ক্রমে সিটি সেন্টার থেকে দুর্গাচক লিংকরোড লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড কারখানার সামনে বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সিও সুধীর কুণ্থম ছিলেন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা উপস্থিত ছিলেন ভবানীপুর থানার অফিস ইনচার্জ (ইন্সপেক্টর) ইমরান মোল্লা,উপস্থিত ছিলেন হলদিয়া দূষণ পর্ষদের আধিকারিক শিশির মণ্ডল , সঞ্জয় মুখার্জি  উপস্থিত ছিলেন হলদিয়া লালবাবা সিমলেস টিউব  প্রাইভেট লিমিটেড উচ্চপদস্থ আধিকারিক ও প্লান্ট হেড সকল কর্মচারীবৃন্দ। কারখানার ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ পালিয়া ,ছিলেন এজিএম প্রোডাকশন  সুধীর শ্যামল ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার নীলাদ্রি ভট্টাচার্য। অভিজিৎ  বাবু বলেন শিল্প শহরের দূষণ রোধ করতে বৃক্ষরোপণ কর্মসূচি। হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও সুধীর কুণ্থম তিনি বলেন এই উদ্যোগ খুবই ভালো এই ধরনের কারখানার সামনে যদি জায়গা থাকে সেই সকল কারখানার আধিকারিকরা যদি এগিয়ে আসেন তাহলে শিল্প শহরের দূষণের মাত্রা কমবে ।এই উদ্যোগের মতো অন্যান্য কারখানার আধিকারিকদের এগিয়ে আসার আহ্বান জানালেন।

No comments