তমলুকের গণপতি নগরে জনকল্যাণ সংঘের দোল উৎসবের পুড়ে যাওয়া পূজো মণ্ডপ গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদোল উৎসবের পুজ মণ্ডপে শুক্রবার গভীর রাতে আগুন লাগার পরে রবিবার সন্ধ্যায় পুড়ে যাওয়া মন্ডপ …
তমলুকের গণপতি নগরে জনকল্যাণ সংঘের দোল উৎসবের পুড়ে যাওয়া পূজো মণ্ডপ গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
দোল উৎসবের পুজ মণ্ডপে শুক্রবার গভীর রাতে আগুন লাগার পরে রবিবার সন্ধ্যায় পুড়ে যাওয়া মন্ডপ দেখতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুড়ে যাওয়া মণ্ডপটি গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করলেন, পাশাপাশি জ্বালিয়ে আরতি করলেন। কোন সনাতনী মানুষ এইভাবে পূজো মণ্ডপ পুড়িয়ে দিতে পারেনা, সব হিসাব হবে ২৬ সালে। পুলিশ যদি তদন্ত করতে না পারে তাহলে পুড়ে যাওয়া মণ্ডপের তদন্ত করবে ২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের গণপতি নগর জনকল্যাণ সংঘের পরিচালনায় ৪৩ বছর ধরে দোল উৎসব হয়ে আসছে। গতকাল শনিবার শুভেন্দু অধিকারী আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি। তাই রবিবার পুড়ে যাওয়া মণ্ডপটি পরিদর্শন করতে এলেন। সনাতনী হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।।
No comments