Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রগতিশীল জোট

বিধানসভা ভোটের মুখে ফের হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রগতিশীল জোট
 বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন।তার আগেই লাল আবির উড়ল বন্দর শহর হলদিয়ায়। হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচন…

 




বিধানসভা ভোটের মুখে ফের হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রগতিশীল জোট


 বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন।তার আগেই লাল আবির উড়ল বন্দর শহর হলদিয়ায়। হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়লাভ করল বাম সমর্থিত প্রগতিশীল জোট। হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির বোর্ডের একজন সহ-সভাপতি ও ১৮ জন সদস্য পদের জন্য গতকাল ২৮ মার্চ শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়।মোট ১৯ টি আসনে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। শনিবার ২৯ মার্চ বিকেলে ফলাফল ঘোষণার শুরু থেকেই এগিয়ে ছিল বাম সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীরা।শেষ পর্যন্ত তিন রাউন্ড গণনার পর চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মোট ১৯ টি আসনের মধ্যে বাম সমর্থিত প্রগতিশীল জোটের ১৩ জন প্রার্থী জয়লাভ করেছে।অন্যদিকে তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি'র ১ জন সহ-সভাপতি সহ মোট ৬ জন প্রার্থী জয়লাভ করেছে।খাতাই খুলতে পারেনি বিজেপি সমর্থিত বিএমএসের প্রার্থীরা।এর আগে ২০২৩ সালে হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির ভোটে বাম প্রগতিশীল জোটের সবকটিই আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা ধরে রেখেছিল। আবারও একবার হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতিতে সেই জয় অব্যাহত রাখল বামেরা। বিজেপি সমর্থিত বিএম এস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী বলেন বাম আমলেই বেশিরভাগ শ্রমিক হলদিয়া বন্দরের কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আর সেই কারণেই আমাদের ইউনিয়নের সদস্য সংখ্যা কম। তা সত্ত্বেও আমরা তুলনামূলকভাবে অনেক বেশি ভোট পেয়েছি আমাদের সদস্য সংখ্যা থেকেও। এটাই আমাদের সাফল্য।

No comments