ভোজ্য তেল কারখানার গেটের সামনে শ্রমিক বিক্ষোভ!শিল্প শহর হলদিয়া বিভিন্ন কারখানা গড়ে উঠেছে । শ্রমিকদের কখনো সিওডি কখনো বা ম্যানেজমেন্টের দুর্ব্যবহার আবার ঠিকমত তাদের পেমেন্ট না পাওয়ায় শিল্প শহরে প্রায় লেগেই থাকে শ্রমিক বিক্ষোভ…
ভোজ্য তেল কারখানার গেটের সামনে শ্রমিক বিক্ষোভ!
শিল্প শহর হলদিয়া বিভিন্ন কারখানা গড়ে উঠেছে । শ্রমিকদের কখনো সিওডি কখনো বা ম্যানেজমেন্টের দুর্ব্যবহার আবার ঠিকমত তাদের পেমেন্ট না পাওয়ায় শিল্প শহরে প্রায় লেগেই থাকে শ্রমিক বিক্ষোভ। সকাল থেকে হলদিয়া গোকুল অ্যাগ্রো রিসোর্স লিমিটেড কারখানা গেটের সামনে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ দেখা যায়। তাদের প্রায় সাত দফা দাবির ভিত্তিতে এই বিক্ষোভ সূত্রে জানা যায়। তবে ম্যানেজমেন্টের সঙ্গে ইউনিয়নের নেতৃত্বের সভা হওয়ায় পরেই এই বিক্ষোভ উঠে যায়। এই বিক্ষোভকে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন একটা সরকার চলছে সেই সরকারের জনপ্রতিনিধি না রেখেই প্রশাসন দিয়ে কাজ চালানোর চেষ্টা করছে। আর তার ফলেই শ্রমিকদের বিক্ষোভ তা প্রতিনিয়ত শিল্প শহরে দেখা যাচ্ছে। আমাদের সংগঠনের উদ্যোগে বিভিন্ন কারখানা সিওডি সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে আগামী দিনে ভোজ্য তেল কারখানা আমাদের সেই সংগঠন উদ্যোগে আমরা ওই সকল শ্রমিকদের পাশে আছি তাদের সমস্ত রকমের আন্দোলনের পাশে থাকব যাতে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পায় তাদের আন্দোলনের সঙ্গে আমরাও শামিল হব।
No comments