Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নববর্ষের প্রাক্কালে শিল্প শহরে হস্তশিল্প মেলায় আকর্ষণ জুনিয়র মিস হলদিয়া !

নববর্ষের প্রাক্কালে শিল্প শহরে হস্তশিল্প মেলায় আকর্ষণ জুনিয়র মিস হলদিয়া !সাজতে বা সাজাতে কেনা ভালোবাসে। সকলকে অপরুপা হতে ভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক কসমেটিক্স সকলে নতুন কিছু খুঁজে, সেই সকল সামগ্রী নিয়ে চৈত্রের প্রাক্কালে কেন…

 



নববর্ষের প্রাক্কালে শিল্প শহরে হস্তশিল্প মেলায় আকর্ষণ জুনিয়র মিস হলদিয়া !

সাজতে বা সাজাতে কেনা ভালোবাসে। সকলকে অপরুপা হতে ভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক কসমেটিক্স সকলে নতুন কিছু খুঁজে, সেই সকল সামগ্রী নিয়ে চৈত্রের প্রাক্কালে কেনাকাটা হোক কলকাতা সহ রাজ্যের বুটিক ও হস্তশিল্পীদের সমারহে হস্তশিল্প মেলা ২০২৫, বাংলা বছরের শুরুর মূহুর্তে শিল্প তালুক হলদিয়া টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়ামে হবে হস্তশিল্প মেলা। সামনে বাংলা বছরের বাংলা বাঙালি হৃদয়ের নতুন বৎসরকে বরণ করতে এবং নিত্য নতুন পোশাক পরে নববর্ষের শুভেচ্ছা জানাতেই, নিত্য নতুন ডিজাইনের পোশাক ও কসমেটিক্স নিতে আসতেই হবে হস্তশিল্প মেলায়। হ্যাঁ ঠিকই শুনেছেন এবারের হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়াম আগামী ৪-৫-৬ এপ্রিল। এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাতের তৈরি জিনিসের সামগ্রী উপস্থিত থাকবে। এই মেলায় যেমন হস্তশিল্প মেলা সামগ্রী বিক্রি হবে তারই সাথেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিস হলদিয়া প্রতিযোগিতা।এবারের মেলার বিশেষ আকর্ষণ জুনিয়র মিস হলদিয়া প্রতিযোগিতা। ৪ এপ্রিল সারা রাজ্যের মানুষের হাতের তৈরি জিনিসের সম্ভার নিয়ে মেলার উদ্বোধন এবং প্রত্যেকদিন সন্ধ্যায় থাকছে কলকাতার শিল্পীর সমন্বয়ে বিশেষ সংস্কৃতি অনুষ্ঠান। ৬ এপ্রিল জুনিয়র মিস হলদিয়া প্রতিযোগিতা। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এখনই  যোগাযোগ করুন। মেলা প্রত্যেক দিন খোলা হবে সকাল ৯টা থেকে রাত্রি ১১ঃ০০ টা পর্যন্ত। জানালেন হস্তশিল্প মেলা লুক অ্যাট মি সংস্থার কর্ণধার সৌমেন রক্ষিত।


No comments