Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইফতার মজলিসে দুঃস্থদের বস্ত্র ও ঈদের উপহার প্রদান

ইফতার মজলিসে দুঃস্থদের বস্ত্র ও ঈদের উপহার প্রদানআর একদিন পরেই এক মাসের উপবাস ব্রত কাটিয়ে খুশির ঈদে মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা। আজ ২৮ শে রমজান ২৯ মার্চ শনিবার সেক কাসেদ আলি মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ইফতার মজলিস, ও …

 



ইফতার মজলিসে দুঃস্থদের বস্ত্র ও ঈদের উপহার প্রদান

আর একদিন পরেই এক মাসের উপবাস ব্রত কাটিয়ে খুশির ঈদে মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা। আজ ২৮ শে রমজান ২৯ মার্চ শনিবার সেক কাসেদ আলি মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ইফতার মজলিস, ও দুঃস্থদের বস্ত্র বিতরন ও ইদ উপহার প্রদান করা হয়। ভবানীপুর মিলন জেলখানা ময়দান ।উপস্থিত ছিলেন, পীরযাদা সাইম সিদ্দিকি সাহেব ( ফুরফুরা শরিফ), মহারাজ স্বামী সিবা আত্মাস্ত নন্দ, ক্রিস্টান ফাদার স্যামল ঘোড়াই, শিখ গুরু হরবিন্দর সিং, বিধায়িকা তাপসি মন্ডল, বিষিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জি, প্রদিপ দে, আব্দুস সামাদ, শ্যামল মাইতি, আনোয়ার পাসা,  আজিজুল রহমান, রবি খাটুয়া, রফিকুল হাসান, সিরাজ খান, শম্ভু  নায়েক, কিংকর মাইতি, সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবি। মুখ্য উদ্দোক্তা কাসেদ আলি মেমোরিয়াল ট্রাস্টের কর্নধার সেক আরিফ হোসেন। 

No comments