সবং -এর মাদুরহাটে অত্যাধুনিক মেশিন কেনার জন্য এলো ২৫ লক্ষ টাকা, জানালেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া !
তিন লক্ষ আট হাজার সবং এর জনসংখ্যা, ৭১ হাজার পরিবার বসবাস করে সবং এ, তাদের মধ্যে ১ লক্ষ ৪১ হাজার মাদুর শিল্পী, যার মধ্যে ৯০% মহিলা…
সবং -এর মাদুরহাটে অত্যাধুনিক মেশিন কেনার জন্য এলো ২৫ লক্ষ টাকা, জানালেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া !
তিন লক্ষ আট হাজার সবং এর জনসংখ্যা, ৭১ হাজার পরিবার বসবাস করে সবং এ, তাদের মধ্যে ১ লক্ষ ৪১ হাজার মাদুর শিল্পী, যার মধ্যে ৯০% মহিলা শিল্পী।
232 টি মৌজা রয়েছে সেখানে, ৩১২ তি গ্রাম, ১৩ তি অঞ্চল।
প্রতিটি গ্রামেই মহিলারা মাদুর শিল্পের সাথে যুক্ত। তাদের কথা মাথায় রেখেই সবং এ তৈরি করা হয়েছে মাদুর হাট। যেখানে অত্যাধুনিক মেশিন দিয়ে অল্প সময় ব্যয় করে তৈরি হবে মাদুর। সেই মাদুরহাট এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মাদুর হাটে এবার অত্যাধুনিক মেশিন কেনার জন্য ইতিমধ্যেই ২৫ লক্ষ টাকা এসেছে বলে বুধবার খড়্গপুরে জানালেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এই মাদুরহাটে থাকবে গোডাউন। কোন কারনে বিক্রি না হওয়া মাদুর শিল্পীরা স্টোর করে রাখতে পারবে সেই গোডাউনে জানালেন তিনি। সম্পূর্ণ বিষয় নিয়ে এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ কি জানিয়েছেন তিনি শুনুন।
No comments