আগমনী ক্লাবের উদ্যোগে শ্রীশ্রীদক্ষিণা কালী পূজা ও বাৎসরিক অনুষ্ঠান!
হলদিয়া পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ড রাধাবল্লভ চক (মাজীর মোড়) আগমনী ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা ও ক্লাবের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ থে…
আগমনী ক্লাবের উদ্যোগে শ্রীশ্রীদক্ষিণা কালী পূজা ও বাৎসরিক অনুষ্ঠান!
হলদিয়া পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ড রাধাবল্লভ চক (মাজীর মোড়) আগমনী ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা ও ক্লাবের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ থেকে ৩০ শে মার্চ এই তিন দিনের অনুষ্ঠানে রক্তদান শিবির চক্ষু ছানি পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ২৮ শে মার্চ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের নবম বর্ষে বাৎসরিক মহামিলন উৎসবের শুভ সূচনা এবং গুণীজন সংবর্ধনার মধ্য দিয়েহয়। আজ ২৯ শে মার্চ শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা ব্রতী হলেন ক্লাবের সকল সদস্য সদস্য। এবারের বিশেষ আকর্ষণ ৩০ মার্চ সকালে অন্ন ভোগ প্রসাদ নরনারায়ণ সেবা হবে জানালেন ক্লাব কমিটির সম্পাদক অরিন্দম মাইতি। রক্তদান শিবিরের প্রায় ৪০জন রক্ত দাতা রক্ত দান করলেন । তাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে বলে জানালেন ক্লাব সম্পাদক।
No comments