Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৬ তম বর্ষের মঞ্জির ডান্স একাডেমীর নবমবর্ষের বসন্ত উৎসব!

১৬ তম বর্ষের মঞ্জির ডান্স একাডেমীর নবমবর্ষের বসন্ত উৎসব!ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত। বসন্তের সমারোহে পলাশ আর আবিরের রঙে মেতেছে আট থেকে আশি সকলেই। শিল্প ও সাংস্কৃতিক শহর হলদিয়া। ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Qha2aYi1YEM…

 



১৬ তম বর্ষের মঞ্জির ডান্স একাডেমীর নবমবর্ষের বসন্ত উৎসব!

ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত। বসন্তের সমারোহে পলাশ আর আবিরের রঙে মেতেছে আট থেকে আশি সকলেই। শিল্প ও সাংস্কৃতিক শহর হলদিয়া। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Qha2aYi1YEM

চকদ্বীপা মঞ্জির একাডেমী তাদের এবারের বসন্ত উৎসব অনুষ্ঠানে নিত্যনতুন কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হলো। সকাল থেকে মেঘলা আকাশ কে উপেক্ষা করে, নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসন্তের বসন্তিকা উৎসবে জন্য বর্ণাঢ্য শোভাযাত্রায় চকদ্বীপা হাই স্কুল থেকে ব্রজলালচকহতে আবার চকদ্বীপা হাই স্কুলে সমাপ্তি হয়। নাচে গানে রঙে পুরোটাই রঙিন পদযাত্রায় অংশগ্রহণ করলেন একাডেমী ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং  শুভানুধ্যায়ী বৃন্দ। মঞ্জির একাডেমী বর্তমান ছাত্র-ছাত্রী সংখ্যা ২০০, তারা বিভিন্ন রবীন্দ্র নৃত্যের উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নিয়েই বসন্ত উৎসবে মেতে উঠলেন একাডেমীর সকল ছাত্র -ছাত্রী বৃন্দ। আজ প্রায় ১০টি গ্রুপে ২৫ টি গানের নিত্য পরিবেশিত হয়। এছাড়া উপস্থিত অতিথিবর্গদের  আবির দিয়ে রাঙিয়ে আপন করে নিলেন একাডেমির ছাত্রীরা। হলদিয়া চকদ্বীপা হাই স্কুলের অডিটোরিয়ামে নাচে গানে রঙে পুরোটাই রঙিন। ছাত্রীদের নিত্য অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান মঞ্চে সঞ্চালন করেন  নিত্যানন্দ পাল।

 উৎসব মঞ্চে উপস্থিত ছিলেন বানীতোষ ভৌমিক - শিক্ষক ও অভিভাবক, স্মৃতিকণা ভৌমিক - শিক্ষিকা ও অভিভাবিকা ব্রজরাজ বিষয়ী - বিশিষ্ট সমাজসেবী  প্রান্তিক কাপড়ী - কবি ও শিক্ষক , সৈকত সামাল - সঙ্গীত শিল্পী , ডঃ অসিত কুমার মাইতি - চিত্রশিল্পী ,দুর্গাপদ মিশ্র - বিশিষ্ট সাংবাদিক, দীপঙ্কর বেরা - শিক্ষক,  সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মঞ্জিল ডান্স একাডেমীর কর্ণধার কৃষ্ণকলি বিষয়ী।

No comments