গ্রামীণ মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে
শিল্প শহর হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ডিঃঘাশিপুর গ্রামে কয়েক দিন আগেই ঘটা করে মন্দিরের উদঘাটন হয়েছিল সকাল হতেই ওই এলাকার মানুষের চিৎকার শোনা যায় এবং মন্দির চুরি হয়েছে এই কথ…
গ্রামীণ মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে
শিল্প শহর হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ডিঃঘাশিপুর গ্রামে কয়েক দিন আগেই ঘটা করে মন্দিরের উদঘাটন হয়েছিল সকাল হতেই ওই এলাকার মানুষের চিৎকার শোনা যায় এবং মন্দির চুরি হয়েছে এই কথা শোনাতেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/gtS-5ucpoPc
প্রত্যন্ত গ্রামের ভিতরে কিভাবে এই চুরি প্রত্যাহ সারা এলাকায় জুড়ে রাস্তায় আলো জ্বলে ।রাস্তার ধারেই মন্দির একসঙ্গে দুখানা মন্দিরে প্রায় তিনখানা দরজা ভেঙে চাবি তালা কেটে দশ লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে জানালেন কমিটির সম্পাদক সভাপতি এবং এলাকার সাধারণ মানুষজন ইতিমধ্যে হলদিয়া ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে সূত্রের খবর । ভবানীপুর থানার পুলিশ তদন্তে নেমেছেন প্রায় দুবার ওই এলাকা পরিদর্শন করেছেন বলেও জানা গিয়েছে তবে সত্যি কি চুরির নিদর্শন হবে ঠাকুরের এই জিনিসগুলো পাওয়া যাবে সে নিয়ে মানুষের মধ্যে এখন কানাঘষা চলছে।
No comments