জীবন মানে ভোকাট্টা
জীবন মানে ভোকাট্টা প্রশ্ন করো তুলনা তার,পাল্টে গেছে এসব এখন জীবন শুধু অস্থিরতার।জীবন মানে মরীচিকা আলোর পরে অন্ধকার,হঠাৎ যেন হড়কা বানে হতেই পারো পগারপার।জীবন মানে বাঁচার লড়াই ছুটতে হবে লড়তে হবে চমকে গেলে বলছি…
জীবন মানে ভোকাট্টা
জীবন মানে ভোকাট্টা
প্রশ্ন করো তুলনা তার,
পাল্টে গেছে এসব এখন
জীবন শুধু অস্থিরতার।
জীবন মানে মরীচিকা
আলোর পরে অন্ধকার,
হঠাৎ যেন হড়কা বানে
হতেই পারো পগারপার।
জীবন মানে বাঁচার লড়াই
ছুটতে হবে লড়তে হবে
চমকে গেলে বলছি কেন?
প্রশ্ন করো আর কী তবে।
সে এক দিন সময় ছিল
জীবন ছিল রসেবশে,
এখন কী আর সে সব আছে
টেনশন এলো ছদ্মবেশে।
রোবট ছিল এ, আই এলো
বাঁচতে হবে এদের সাথে,
মরার আগে মরবে কেন?
লড়াই করো শক্ত হাতে।
যন্ত্রমানব যতই আসুক
বন্ধু থাকো হুঁশিয়ার,
জীবন মানে অসীম ধৈর্য
লড়াই জারি ধুন্ধুমার।
এসো তবে একসাথে বাঁচি
মুক্ত করো বাধার দ্বার,
জীবন সাথী আমরা সবাই
এইতো মোদের অঙ্গীকার।
No comments