পনের টাকা না দেওয়ার জন্য স্ত্রী কে পুড়িয়ে মারার অভিযোগ সশ্রম কারাদণ্ড!পণের দাবিতে স্ত্রীকে মারধর গালিগালাজ শেষ মুহূর্তে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে হলদিয়া দুর্গাচক থানার …
পনের টাকা না দেওয়ার জন্য স্ত্রী কে পুড়িয়ে মারার অভিযোগ সশ্রম কারাদণ্ড!
পণের দাবিতে স্ত্রীকে মারধর গালিগালাজ শেষ মুহূর্তে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত কুমারচক গ্রামের মৃত অলোক মিশ্রের কন্যার সাথে হলদিয়া থানার বৈষ্ণবচক গ্রামের সমীর কুলোভীর সহিতবিবাহ হয়েছিল। বিবাহের কয়েকদিন পরেই সমীর তার স্ত্রীকে মানসিক শারীরিকভাবেই নির্যাতন চালাতো। ২৯ শে আগস্ট ২০১১ সকালবেলায় সমীর তার স্ত্রীকে মদ্যপ অবস্থায় মারধর করে এবং তার একটি দাঁত ভেঙে দেয় এবং ওই দিন রাত্রে ৮ টায় গায়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় শ্রীকে প্রাণে মেরে ফেলার জন্য। স্থানীয় লোকজন প্রথমেই হলদিয়া মহকুমার হাসপাতালে ভর্তি করে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয় প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। সূত্রে জানা যায় বিবাহিত জীবনে ওদের একটি পুত্র সন্তান আছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/i1aeW9PPH4U
সমীর কুলোভী শাশুড়ি ৩০শে আগস্ট ২০১১ এই ঘটনা নিয়ে হলদিয়া থানা তে অভিযোগ দায়ের করেন ।হলদিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ৩১শে ডিসেম্বর ২০১১ তারিখ সমীর কুলোভী ও তার মা সন্ধ্যা কুলোভী বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনে ৪৯৮, ৩২৬ ও ৩০৭ ধারায় চার্জশিট দেয়। আদালত ৭ই নভেম্বর ২০১৭ সমীর কুলোভী ও সন্ধ্যা কুলোভী বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় মোট আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
গত ২০ মার্চ হলদিয়া মহকুমার আদালতে অতিরিক্ত জেলা দায়রা বিচারক অঞ্জন কুমার সরকার সমীর কুলভীকে ভারতীয় দণ্ডবিধির আইনে ৪৯৮ এ ৩২৬ ৩২৭ ধারা মতে দোষী সাব্যস্ত করেছিলেন।
আজ সাজা ঘোষণা করা হয় ভারতীয় দণ্ডবিধি আইনে ৪৯৮ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাস কারাবাস। ৩২৬ ধারায় সাত বছর সাশ্রম কারাদণ্ড দশহাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাবাস। ৩০৭ ধারায় সাত বছর সাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ছয় মাস কারাবাস। সংবাদমাধ্যমের জানালেন সরকার পক্ষের আইনজীবী সোমনাথ ভূঁইয়া।
No comments