Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৯৯ তম বর্ষে নন্দদুলাল জিউর মন্দির এর বাৎসরিক অনুষ্ঠান

৯৯ তম বর্ষে নন্দদুলাল জিউর মন্দির এর বাৎসরিক অনুষ্ঠান
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া। ৯৯ তম বর্ষে শ্রীশ্রী নন্দদুলালজীর মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান বসন্ত উৎসব ও নারনারায়ণ সেবা। ১৯২৬ সালে এই মন্দির আনুষ্ঠান…

 




৯৯ তম বর্ষে নন্দদুলাল জিউর মন্দির এর বাৎসরিক অনুষ্ঠান


পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া। ৯৯ তম বর্ষে শ্রীশ্রী নন্দদুলালজীর মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান বসন্ত উৎসব ও নারনারায়ণ সেবা। ১৯২৬ সালে এই মন্দির আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলেও  প্রায় ১০ বছর আগে থেকেই পূজা-পার্বণ শুরু হয়েছিল। মন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত গয়েশ্বরী দাসী এবং তার স্বামী প্রয়াত অদ্বৈত নায়েক, মূল সেবাইত ছিলেন প্রয়াত নিরঞ্জন নায়েক পিতার নাম ছিলেন প্রয়াত নীলকমল নায়েক এবং প্রয়াত নরেন্দ্রনাথ নায়েক পিতার নাম শ্রীনাথ নায়েক তাদের যৌথ উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ আমলের এই মন্দির চুনসুড়র্কি দিয়ে তৈরি। মন্দিরকে ঘিরে গ্রামের মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বসন্ত উৎসব রঙের উৎসব হোলি উৎসবে প্রাক্কালে। নন্দদুলাল জীউর মন্দির ঘিরে শুধু বসন্ত উৎসব নয় জন্মাষ্টমী থেকে শুরু করে বিভিন্ন সময়ে এই মন্দির উৎসব ঘিরে চলে সকল মানুষের উপস্থিতির মধ্য দিয়ে। আগামী বছর শতবর্ষে পদার্পণ করবেন এই মন্দির তাই এই মন্দিরকে ঘিরে নায়েক পরিবারের সকল সদস্যরা যেমন এগিয়ে এসেছেন তারই সাথে সেই এলাকার গ্রামবাসী সকলেই একত্রিত হয়ে এই উৎসব প্রাঙ্গনে হাজির হলেন। বসন্ত উৎসব রঙের উৎসব দোল পূর্ণিমায় পলাশের শুভেচ্ছা সাথে সাথেই নন্দদুলাল জিউর মন্দির প্রাঙ্গণ ঘিরে লোকসংস্কৃতির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিবারের অন্যতম সদস্য যদুপতি নায়েক তিনি বলেন আমাদের পূর্ব পুরুষদের আমলে এই মন্দির এই মন্দির ঘিরে আমাদের পরিবারের সকল সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠেন। আমাদের সঙ্গে সহযোগিতা ও  এই মন্দির প্রাঙ্গণে আসেন এই এলাকার মানুষজন। আগামী বছর শতবর্ষে পদার্পণ করবেন এই মন্দিরে উৎসব আরো প্রাণবন্তর করে তুলবার আপ্রাণ চেষ্টা করছি। মন্দিরের স্যালারিতে অন্যতম সদস্য-উত্তম নায়েক তিনি বলেন এই মন্দির ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল চুনসুড়কি দিয়ে আমাদের এই মন্দিরের সামনেই ইট তৈরি করেই এই মন্দির তৈরি হয়েছে। আগামী বছর শতবর্ষ উদযাপিত হবে তাই বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে তবে মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার সময় মন্দিরের অধিকাংশ জায়গা এখন একোওয়ার হয়ে গেছে। শিল্প শহরে নগর উন্নয়নের জন্য মন্দিরের কিয়াকর্ম আমাদের সকল সদস্যরা তার নিষ্ঠার সঙ্গে পালন করছেন।

No comments