Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর বিজেপির জেলা সভাপতি তাপসী এখন তৃণমূলের

পূর্ব মেদিনীপুর বিজেপির জেলা সভাপতি তাপসী এখন তৃণমূলের রাজ্য বিজেপিতে আবার ধাক্কা এবার সরাসরি ভাঙ্গন শুভেন্দু অধিকারীর ঘরেই পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল ২০২৬ বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগেই পদ্মা শিবির…

 


 পূর্ব মেদিনীপুর বিজেপির জেলা সভাপতি তাপসী এখন তৃণমূলের

 রাজ্য বিজেপিতে আবার ধাক্কা এবার সরাসরি ভাঙ্গন শুভেন্দু অধিকারীর ঘরেই পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল ২০২৬ বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগেই পদ্মা শিবির ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদান করলেন। ভোটের প্রস্তুতিতে এক বছর আগে থেকেই কোমর বাধা শুরু হয়েছে বলে যখন দাবি করছে বিজেপি আর্থিক তখনই দল ছেড়ে তৃণমূলে চলে গেলেন তাদের এই বিধায়ক পূর্ব মেদনীপুর জেলার হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। বিজেপি ছেড়ে সোমবার তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে শাসক-শিবিরের যোগ দিলেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/twgYufgE9wU


তৃণমূল ভবনের সোমবার বিকেলে তাপসীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী আরব বিশ্বাস পাঁচ বছরের মধ্যে বিজেপির ত্যাগ প্রসঙ্গে তাপসী বললেন বিভাজনের রাজনীতি চলছে। দেখতে পারছি মানুষ তা প্রত্যাখ্যান করছেন আমার পক্ষেও এই রাজনীতি মেনে নেয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছিল। যোগ দিবার কারণ হিসেবে তাপসী হলদিয়ার উন্নয়নের কোথাও উল্লেখ করেননি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আঙ্গুল তোলেন তিনি বললেন ওর মাধ্যমে আমাকে কোন ঠাসা করা হচ্ছিল বাইরে থেকে এসে সকলের সঙ্গে বিরোধীতায় জড়াচ্ছেন তাপসী বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার অন্য রাজনৈতিক তাৎপর্যও রয়েছে । প্রথমত, তাপসী শুভেন্দুর নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য দ্বিতীয় তিনি শুভেন্দু নিজের জেলার নেত্রী এবং বিধায়ক। তাপসী একটা সময় ছিলেন সিপিএমের ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে যখন গোটা রাজ্যের তৃণমূলের জায়গায় কার, সেই সময় নির্বাচনের তাপসী কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে হলদিয়া আসনটিতে জেতেন। তৃণমূলের তরফে শুভেন্দু নিজের তখন হলদিয়া দেখভাল করতেন কিন্তু সিপিএমের হয়ে জিতে ছিলেন তাপসী। পরে তিনি সেই শুভেন্দুর হাত ধরেই  দলবদল করেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যান তাপসী বিজেপিতে যান সিপিএম ছেড়ে। 2021 সালে বিধানসভা নির্বাচনে তাপসী হলদিয়া থেকে বিজেপির টিকিটে লড়েন। আবার জয়ী হোন। এত দিন শুভেন্দুর ঘনিষ্ঠ বৃত্তেই তাকে দেখা গিয়েছে। কিন্তু শুভেন্দু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে যখন তৃণমূলের বিরুদ্ধে সুর ক্রমস্ত চড়াচ্ছেন তখন তার আস্থাভাজন তাপসী দল ছেড়ে তৃণমূলে চলে গেলেন। দলনেতার জন্য এই ভাঙ্গন অস্বস্তি জনক বলেই মনে করা হচ্ছে প্রক্ষান্তরে উল্লসিত তৃণমূল শিবির বলছে তারা শুভেন্দুর ঘর ভেঙে দিয়েছে।

২০২১ সালে বিধানসভায় এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে বিজেপি পর্ষুদস্ত হয়েছে। উত্তর বঙ্গের বিজেপির অবস্থা কিছুটা সম্মানজনক হলেও গোটা দক্ষিণবঙ্গে বিজেপির শোচনীয় পরাজয় দেখা গিয়েছে। ব্যতিক্রম ছিল শুধু শুভেন্দুর নিজের জেলা পূর্ব মেদিনীপুর। বিধানসভা এবং লোকসভা - দু'টি নির্বাচনেই ওই জেলা তৃণমূলকে পিছনে ফেলেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন নন্দীগ্রামে। 

সেই জেলাতেই তৃণমূল প্রত্যাঘাত করল বলে দাবি শাসক-শিবিরের। দক্ষিণবঙ্গে যে জেলাকে বিজেপির দুর্ভেদ্য দুর্গ হিসেবে দাবী করা হচ্ছিল সেখানেই তৃণমূল ভাঙ্গন ধরিয়ে দিল।

No comments