Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রাম বাংলার মহিলাদের স্বাবলম্বী নয়া উদ্যোগ হলদিয়ায় বাছাই পর্বের কাজ শুরু হল!

গ্রাম বাংলার মহিলাদের স্বাবলম্বী নয়া উদ্যোগ হলদিয়ায় বাছাই পর্বের কাজ শুরু হল! মিস মেদিনীপুর সিজন টু, মিসেস বেঙ্গল ২০২৫ তার অডিশন সমাপ্ত হলো।শহরের পাশাপাশি গ্রাম বাংলার নারীদের সমাজে সকল স্তরের প্রতিষ্ঠা করতে নয়া উদ্যোগ ডিয়ার…

 




গ্রাম বাংলার মহিলাদের স্বাবলম্বী নয়া উদ্যোগ হলদিয়ায় বাছাই পর্বের কাজ শুরু হল!

 মিস মেদিনীপুর সিজন টু, মিসেস বেঙ্গল ২০২৫ তার অডিশন সমাপ্ত হলো।

শহরের পাশাপাশি গ্রাম বাংলার নারীদের সমাজে সকল স্তরের প্রতিষ্ঠা করতে নয়া উদ্যোগ ডিয়ার ডল কনস্ট্রাকশন। হলদিয়া মহকুমার এলাকা যে সকল মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের নিয়ে আজ বাছাই পর্বে কার সমাপ্ত হলো। গ্র্যান্ড ফাইনাল চলতি বছরে শুরু হবে যেখানে প্রতিটি স্তরের মহিলারা নিজেরা নিজেদের মেকাপ ও গুনের সৃজনশীলতা তুলে ধরবে। শনিবার ১৫ই মার্চ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে বাছাই পর্বের কাজ প্রথম পর্যায়ে শেষ হলো। প্রতিযোগিতায় মিস মেদিনীপুর সিজন টু মিসেস বেঙ্গল ২০২৫ প্রতিযোগিতায় প্রত্যন্ত গ্রামের নারীরা বাছাই পর্বে জন্য যোগদান করলেন। সেখান থেকে বেশ কয়েকজন মহিলাকে আগামী চলতি বছরে ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য বেছে নেওয়া হলো। সংস্থার সকল সদস্যরা বললেন সামাজে পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই ধরনের উদ্যোগ।

No comments