Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক ও নন্দীগ্রামে আশাকর্মীদের বিক্ষোভ-ডেপুটেশন

তমলুক ও নন্দীগ্রামে আশাকর্মীদের বিক্ষোভ-ডেপুটেশন 
          পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুক ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার প্রধান স্বাস্থ্য আধিকারের কাছে ছয় দফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়। মা-শ…

 



তমলুক ও নন্দীগ্রামে আশাকর্মীদের বিক্ষোভ-ডেপুটেশন 


          পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুক ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার প্রধান স্বাস্থ্য আধিকারের কাছে ছয় দফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়। মা-শিশু ও জনগনের পরিষেবা দেওয়ার কাজ আশাকর্মীরা করে থাকেন।কিন্তু করোনার পর থেকে স্বাস্থ্য সংক্রান্ত কাজ ছাড়াও বহু কাজ করতে হয় যার পারিশ্রমিক পায় না আশারা। রাজ্য সরকার টাকা দেন মাত্র ৫২৫০ টাকা। এই টাকায় সংসার চলে না। ইনসেন্টিভের টাকাও ৩-৪ মাস বাকী থাকে। এবারের বাজেটে উভয় সরকারই অনেক প্রত্যাশা দিয়েও কোন কিছু বাড়ায়নি। কর্মরত অবস্থায় বহু কর্মী মারা যাচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পরিবারের জন্য কোন ঘোষণা নেই। তাই আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় জেলার প্রধান স্বাস্থ্য আধিকারিকের কাছে বেতন বৃদ্ধির দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন রাজ্য সভানেত্রী কৃষ্ণা প্রধান, জেলার যুগ্ম সম্পাদিকা ইতি মাইতি ও মানসী দাস, জেলা সভানেত্রী শ্রাবন্তী মণ্ডল,সহ: সভানেত্রী মহুয়া রায়,সহ সম্পাদিকা অনিমা আদক ও সেলী সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি'র সর্বভারতীয় কমিটির সদস্য  জ্ঞানানন্দ রায়।

No comments