হেলথ সায়েন্স এর উদ্যোগে এইডস বিষয়ক সেমিনার
জেলায় বাড়ছে সংক্রমণ এইডস আক্রান্ত রোগীদের শারীরিক পরিচর্যা কিভাবে করবে? তার জন্য স্বাস্থ্যকর্মীদের নিয়ে সেমিনার সেমিনারে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য অধিকর্তা বিভাস র…
হেলথ সায়েন্স এর উদ্যোগে এইডস বিষয়ক সেমিনার
জেলায় বাড়ছে সংক্রমণ এইডস আক্রান্ত রোগীদের শারীরিক পরিচর্যা কিভাবে করবে? তার জন্য স্বাস্থ্যকর্মীদের নিয়ে সেমিনার সেমিনারে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য অধিকর্তা বিভাস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ হেলথ সায়েন্সের ভাইস চেয়ারম্যান স্পর্শিতাপণ্ডা শেঠ সকল অতিথিদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এইচআইভি এবং এইডস প্রতিরোধে সহায়ক স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে শনিবার একদিনের কর্মশালা আয়োজিত হয়েছে হলদিয়ায়। স্বাস্থ্য সহায়ক কর্মী হওয়ার জন্য যে সমস্ত পড়ুয়া প্যারা মেডিকেল সায়েন্সের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন, এদিন তাঁদের পরামর্শ ও পাঠ দেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের সত্যন্দ্রনাথ বসু অডিটোরিয়ামে ওই কর্মাশালা আয়োজন করা হয়। কর্মশালার আয়োজন করেছে হলদিয়া ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্স কলেজ। উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম স্বাস্থ্য অধিকর্তা রবীন্দ্রনাথ প্রধান, পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সুজিষ্ণু মুখোপাধ্যায়, তাম্রলিপ্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক, রাজ্যের এইডস প্রিভেনশান এন্ড কন্ট্রোল সোসাইটির ডেপুটি ডিরেক্টর সুমিতা সামন্ত, কলেজের ভাইস চেয়ারপারসন স্পর্শিতা পণ্ডাশেঠ এবং প্রিন্সিপাল পিকাশপ্রতিম মাইতি। পূর্ব মেদিনীপুরের সিএমওএইচ বিভাস রায় বলেন, জেলায় এইচআইভির সংক্রমণ কমেছে এবং এইডস আক্রান্তের সংখ্যাও কমছে। হেল্ঘ সায়েন্সের এই পড়ুয়ারাই আগামীদিনে কর্মজীবনে সহায়ক স্বাস্থ্য কর্মী হিসেবে কাজ করবেন। তাই আগাম তাঁদের এইচআইভি প্রতিরোধে কী ভূমিকা হবে তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এইচআইভি রোগীর ক্ষেত্রে তাঁদের আচরণ বিধি কেমন হবে, তার পাশে কীভাবে সামাজিকভাবে থাকতে হবে, রোগ যেন আর না বাড়ে সেই বিষয়গুলি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
No comments