সরস্বতী পূজা উপলক্ষে পেতলের রথযাত্রা
আজ বিদ্যাদেবী সরস্বতী পুজো।সেই পূজো উপলক্ষে মেতে উঠেছেন আম বাঙালিরা, ঠিক তেমনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা ইয়ুথ ওয়েল ফেয়ার সোসাইটির পূজো এবছর ৪৫ তম বছরে পদার্পণ করলো। …
সরস্বতী পূজা উপলক্ষে পেতলের রথযাত্রা
আজ বিদ্যাদেবী সরস্বতী পুজো।সেই পূজো উপলক্ষে মেতে উঠেছেন আম বাঙালিরা, ঠিক তেমনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা ইয়ুথ ওয়েল ফেয়ার সোসাইটির পূজো এবছর ৪৫ তম বছরে পদার্পণ করলো। তাদের এবছরের পূজোর থিম শহীদ মিনার। শহীদ মিনারের আদলে পূজোর থিম করা হয়েছে।পূজো উপলক্ষে প্রতি বছর নাম সংকীর্তন,ঢাক,বাদ্যযন্ত্র সহকারে পেতলের রথযাত্রা হয়।সঙ্ঘ প্রাঙ্গণ থেকে মাইশোরা পর্যন্ত একটি সুসজ্জিত রথযাত্রা হয়। এদিন রথের দাঁড়িতে টান দেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র ও সিদ্ধা ২ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খান।এছাড়া উপস্থিত ছিলেন সঙ্গের সভাপতি শশধর দাস ও সম্পাদক অভিজিৎ মান্না সহ সঙ্গের সদস্য ও সদস্যরা।সম্পাদক অভিজিৎ মান্না বলেন-" প্রতি বছর এই দিনটি আমরা আনন্দের সহিত পালন করি।অপেক্ষায় থাকি এই দিনটির। পূজা উপলক্ষে পেতলের রথযাত্রা হয়।সেই রথযাত্রায় আপামর জনসাধারণ অংশ নেন।"
No comments