Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাতৃভাষায় সাহিত্য চর্চা হলে প্রজন্ম দেশপ্রেমে প্রাণিত হবে,সন্দীপনার ২১শের ৬ষ্ঠ দিনের কর্মসূচিতে বক্তারা

মাতৃভাষায় সাহিত্য চর্চা হলে প্রজন্ম  দেশপ্রেমে প্রাণিত হবে,সন্দীপনার ২১শের ৬ষ্ঠ দিনের কর্মসূচিতে বক্তারা 
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃসন্দীপনা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে ৭ দিন ব্যাপী কর্…

 




মাতৃভাষায় সাহিত্য চর্চা হলে প্রজন্ম  দেশপ্রেমে প্রাণিত হবে,সন্দীপনার ২১শের ৬ষ্ঠ দিনের কর্মসূচিতে বক্তারা 


সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃসন্দীপনা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে ৭ দিন ব্যাপী কর্মসূচির ৬ষ্ঠ দিনে “ভাষার জন্য সংলাপ” শীর্ষক মুক্ত আলোচনা, কবিতা পাঠ ও একক সংগীতানুষ্ঠন ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় আগ্রাবাদ নিপ্পন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দীপনার কার্যকরী সভাপতি সাংবাদিক বেলায়েত হোসেন। শুরুতে দলের পক্ষ থেকে স্বাগত ভাষণ রাখেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি.কে দাশ মামুন। দিবসের কর্মসূচি উদ্বোধন করেন তুলনামূলক ধর্মতত্ত্ববিদ্ মোহাম্মদ হোসেন। সম্মানিত অতিথি ও আলোচকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সাহিত্য পরিষদের সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক সৈয়দ খায়রুল আলম, চ.বি অধ্যাপক জাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক মহি মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, সংগঠক আবুল কালাম আজাদ, সাংবাদিক মুকুল সিকদার, সংগীত শিল্পী মুসলিম আলী জনি, চলচ্চিত্র শিল্পী জাবের হোসেন, সংগঠক নিবেদিতা আচার্য, চমেক কর্মকর্তা মিলন রুদ্র, এইচ.এম শামীম, প্রকৌশলী অনিত কুমার নাথ, নাট্যজন কে.কে বাবুল, অধ্যাপক দিনা চৌধুরী, মাসুম আকতার, সংগঠক সজল দাশ, আবৃত্তি শিল্পী হাসান আরাফাত, জাপানি ভাষা প্রশিক্ষক শাহেদ আলম, মোহাম্মদ মঈন উদ্দিন, শিল্পী সমীর সেন, বিদ্য বড়ুয়া, মোহাম্মদ ফাহিমুল আলম, অন্তু বড়ুয়া, সৃজন বড়ুয়া, মিতু কর্মকার, প্রিয়াংকা ত্রিপুরা, শামসুন নাহার সাথী, আনিসা রহমান প্রমুখ। বক্তারা বলেন, ৫২এর ভাষা আন্দোলনের ইতিহাস জাতির গৌরবের বিষয়। তবে ভাষা আন্দোলনকে নিয়ে আরো বেশি সাহিত্য হওয়া প্রয়োজন। প্রয়োজন নিবিড় গবেষণা। প্রতিটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাঙালি জাতির ভাষা সংগ্রামের ইতিহাস ও লক্ষ্য বিষয়ে আরো গবেষণা সময়ের দাবী। এতে করে নতুন প্রজন্ম বাঙালি জাতির ত্যাগের ইতিহাস ও মহিমা সম্পর্কে ওয়াকেফহাল হবে। অনুষ্ঠানের শেষ পর্বে বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী ও এমরান হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় ও একক পরিবেশনায় অংশ নেন-সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সংগীত বিভাগ। সংঙ্গীত ও আবৃত্তি পরিবেশনায় অংশ নেন-শিল্পী অনিত কুমার নাথ, এমরান হোসেন মিঠু, শিল্পী বৃষ্টি দাশ, ডা. শিউলী চৌধুরী, জ্যোতি শর্মা, আখেরুনন্নেছা দিনা, নিগার খোন্দকার, পম্পী দাশ, জীবন চন্দ্র তাঁতী, জাহানারা পারুল, মোঃ ফারুক, তাসমিয়া আখতার, বিথি রানী সিংহ, জিতু শর্মা, সৌমেন আচার্য্য, দ্বিতীয়া বিশ্বাস, অংকন বড়ুয়া, রিদোয়ানুল নকীব, ডলি রানী শীল, নাট্যজন জাবের হোসেন, রাকেশ চৌধুরী, শ্যামল চৌধুরী, বাবুল চন্দ্র (বাঁশি), অরিত্রী সাহা, ফরহাদ হোসেন, দিপা দাশ দিয়া, শহীদুরজ্জামান,এমরান হোসেন মিঠু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেজবাহ উদ্দিন চৌধুরী।

No comments