"ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর"মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের করণের সভাকক্ষে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, পূর্ব মেদিনীপুর - এর আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেল…
"ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর"
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের করণের সভাকক্ষে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, পূর্ব মেদিনীপুর - এর আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় গান, আবৃত্তি, আলোচনা, নৃত্য ও এই উপলক্ষে আয়োজিত তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপস্থিত ছিলেন, শ্রী সুকুমার দে, মাননীয় বিধায়ক, নন্দকুমার বিধানসভা অধিক্ষেত্র; শ্রী পূর্ণেন্দু কুমার মাজী, মাননীয় জেলাশাসক, পূর্ব মেদিনীপুর; শ্রী বৈভব চৌধুরী, মাননীয় অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার), পূর্ব মেদিনীপুর; শ্রী দীপেন্দ্র নারায়ণ রায়, মাননীয় পৌরপ্রধান, তাম্রলিপ্ত পৌরসভা; শ্রীমতী অপর্ণা ভট্টাচাৰ্য, মাননীয়া কর্মাধ্যক্ষ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং শ্রীমতী সুমিত্রা পাত্র, মাননীয়া উপাধ্যক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শৌভিক চট্টোপাধ্যায়, মাননীয় অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর এবং শ্রী অনির্বাণ কোলে, মাননীয় অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ), পূর্ব মেদিনীপুর।
No comments