সেচ দপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিকট স্মারকলিপি পেশ!
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার সোয়াদিঘী খাল সংস্কার সমিতির পক্ষ থেকে আজ মেদিনীপুরে সেচ দপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল উইং এ…
সেচ দপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিকট স্মারকলিপি পেশ!
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার সোয়াদিঘী খাল সংস্কার সমিতির পক্ষ থেকে আজ মেদিনীপুরে সেচ দপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল উইং এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সঞ্জিত মাহালীর নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন সমিতির উপদেষ্টা নারায়ন চন্দ্র নায়ক,সম্পাদক মধুসূদন বেরা,সদস্য দিলীপ সামন্ত প্রমূখ। মধুসূদন বেরা বলেন,আগামী বর্ষার পূর্বেই যাতে লকগেট তোলা-ফেলার জন্য বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ করা যায়,সেজন্যে ডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি আজ নেওয়া হয়। ইঞ্জিনিয়ার জানান,ইতিমধ্যে কাজটির ডি.পি.আর.পাশ হয়ে গেছে। মার্চের মধ্যে টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার ইস্যু করা হবে। তারপর আগামী বর্ষার পূর্বে কাজ হয়ে যাবে।
No comments