Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভাইপোর হাতে কাকা খুন, যাবজ্জীবন কারাদণ্ড!

ভাইপোর হাতে কাকা খুন, যাবজ্জীবন কারাদণ্ড!
পারিবারিক বাদানুবাদের জেরে নিজের মাসি লক্ষ্মী ঘড়াকে মারধর করে পূর্ব মেদিনীপুর পুলিশ জেলার অন্তর্ভুক্ত মহিষাদল থানা এলাকার বাসিন্দা যুধিষ্ঠির ওরফে সমীর ঘড়া। যেদিন সকালে এই ঘটনা ঘটে সেদিনই, …

 




ভাইপোর হাতে কাকা খুন, যাবজ্জীবন কারাদণ্ড!


পারিবারিক বাদানুবাদের জেরে নিজের মাসি লক্ষ্মী ঘড়াকে মারধর করে পূর্ব মেদিনীপুর পুলিশ জেলার অন্তর্ভুক্ত মহিষাদল থানা এলাকার বাসিন্দা যুধিষ্ঠির ওরফে সমীর ঘড়া। যেদিন সকালে এই ঘটনা ঘটে সেদিনই, অর্থাৎ ২০১৯ সালের ২৪ মে, বিবাদ মেটাতে যুধিষ্ঠিরের কাকা মদন ঘড়াকে বাড়িতে ডাকেন লক্ষ্মী দেবী। ডেকে বচসা শুরু হয়। উল্টে উত্তেজিত কথাবার্তা চলাকালীন কাকার মাথায় একাধিকবার কোদাল দিয়ে আঘাত করে যুধিষ্ঠির। রক্তাক্ত, গুরুতর জখম অবস্থায় প্রথমে জেলা হাসপাতাল, এবং পরে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করেও বাঁচানো যায়নি মদনবাবুকে। ঘটনার পরদিন, অর্থাৎ ২৫ মে মৃত্যু হয় তাঁর। যুধিষ্ঠিরের নামে মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পুত্রবধূ, তদন্তভার গ্রহণ করেন মহিষাদল সাব-ইনসপেক্টর সমীরকুমার আইচ। নির্দিষ্ট সময়ের আগেই তদন্ত শেষে চার্জশিট জমা করেন তিনি।ঘটনার নৃশংসতা এবং সাক্ষীদের বয়ান সহ অন্যান্য প্রমাণের ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে যুধিষ্ঠির ওরফে সমীর ঘড়ার যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ ঘোষণা করেছেন হলদিয়ার অতিরিক্ত দায়রা আদালত। 

No comments