রাত কাটলেই বাড়ছে ফেরি সার্ভিসের ভাড়া হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রাম কেন্দেমারী এই ফেরি সার্ভিস হলদিয়া পৌরসভার আন্ডারেই চলে। এই ফেরি সার্ভিস ২০২২ সালে প্রথম বেড়েছিল। তারপর থেকে আর ভাড়া বৃদ্ধি হয়নি ২০২২ এ ৫ই সেপ্টেম্বর হলদি…
রাত কাটলেই বাড়ছে ফেরি সার্ভিসের ভাড়া
হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রাম কেন্দেমারী এই ফেরি সার্ভিস হলদিয়া পৌরসভার আন্ডারেই চলে। এই ফেরি সার্ভিস ২০২২ সালে প্রথম বেড়েছিল। তারপর থেকে আর ভাড়া বৃদ্ধি হয়নি ২০২২ এ ৫ই সেপ্টেম্বর হলদিয়া পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল। ৬ সেপ্টেম্বর থেকে হলদিয়া মহকুমার শাসক পৌরসভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন। চলতি বৎসরে ২০২৫ সালে ২৩ শে ফেব্রুয়ারি থেকে হলদিয়া নন্দীগ্রাম ফেরি সার্ভিসের ভাড়া বৃদ্ধি হচ্ছে। জনসাধারণের জন্য ভাড়া ছিল ৫ টাকা বেড়ে হচ্ছে ৭ টাকা এবং সাইকেলের ভাড়া ছিল ৫ টাকা হচ্ছে ৮ টাকা, মোটরসাইকেলের ভাড়া ছিল ১৫ টাকা বের হচ্ছে ১৮ টাকা। এই নিয়ে যাত্রী সাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও আন্দোলন নেমেছেন সিপিআইএম ও বিজেপি। সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোস পট্টনায়েক জানিয়েছেন পৌরসভায় জনপ্রতিনিধি নেই তারই মধ্যেই ভাড়া বাড়ছে জনসাধারণের পারাপারের জন্য রাজ্য সরকার দীর্ঘ প্রায় তিন বছর হতে চলল নির্বাচন করেননি। জনসাধারণের উপর বাড়তি ভাড়া চাপিয়ে দেওয়া হচ্ছে। ভেবে দেখার অনুরোধ করলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন পুরো নির্বাচন হলে জনপ্রতিনিধি থাকতেন তাহলে জনগণের কথা বুঝতেন সেখানে প্রায় তিন বছর হয়ে গেল নির্বাচন করেননি সরকার আর তারই মধ্যেই প্রশাসক হিসেবেই এই মূল্য এই ভাড়া বৃদ্ধি কোনরকম মেনে নেওয়া যায় না। তিনি আবেদন করলেন পৌর প্রশাসকের কাছে ভাড়া বৃদ্ধি করার আগে একটু ভেবে দেখার জন্য যদিও পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জী বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তাদের জন্য এই ভাড়া বৃদ্ধি সকলকে মেনে নেওয়ার জন্য তিনি বলেন।
No comments