কাঁথির শিল্প সম্ভাবনা নিয়ে আদি বইমেলায় 'উদ্যোগপতি দিবস'
২৩তম কাঁথি আদি বইমেলা চলছে কাঁথি রাও রিক্রিয়েশন মাঠে। শুক্রবার অষ্টম দিন বইমেলা প্রাঙ্গণে কাঁথির শিল্প সম্ভাবনা নিয়ে উদ্যোগপতি দিবসে অনবদ্য সভা হয়। বিষয়টি আজকের দিনে…
কাঁথির শিল্প সম্ভাবনা নিয়ে আদি বইমেলায় 'উদ্যোগপতি দিবস'
২৩তম কাঁথি আদি বইমেলা চলছে কাঁথি রাও রিক্রিয়েশন মাঠে। শুক্রবার অষ্টম দিন বইমেলা প্রাঙ্গণে কাঁথির শিল্প সম্ভাবনা নিয়ে উদ্যোগপতি দিবসে অনবদ্য সভা হয়। বিষয়টি আজকের দিনে অনেকটাই প্রাসঙ্গিক। কেননা বাঙালী আড্ডাপ্রিয় জাতি। বাঙালির মত আড্ডা আর কেরানী জীবনের বাইরে ব্যবসা বাণিজ্য বা নতুন কোন উদ্যোগ বিমুখের অভিযোগ আসে বারংবার। ইতিহাসের পাতায়ও বাঙালীর বানিজ্য সেভাবে লক্ষ্য করা যায় না বললেই চলে। তবুও ইতিহাসের পাতা ঘটিলে ব্রিটিশ আমলে বেশ কিছু উদ্যোগ গ্রহণের ছবি ভেসে আসে। সে সময় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রফুল্ল চন্দ্র সেন প্রমুখের নাম ভেসে আছে। কিন্তু বর্তমান দিন আরও কঠিন হয়েছে। এখন তো নানা সরকারী প্রকল্প, ব্যাঙ্ক ঋণ অনেক ক্ষেত্রেই সুবিধা আছে তবুও ব্যবসার ঝুঁকি থেকে মুখ ফিরিয়ে চাকরীতে বিনিয়োগ করে নিরাপদ জীবনের পথে দৌড়ে ছুটছে। ভাবী প্রজন্মকে সমৃদ্ধ করতে ও শিল্প সম্ভাবনাকে উজ্জ্বল করতে কাঁথি মহকুমার বেশ কয়েকজন উদ্যোগপতিকে বইমেলা প্রাঙ্গণে হাজির করা হয়। কাঁথি মহকুমার বৃহৎ অংশ উপকূলীয় এলাকা। বালু, বাদাম, মোহনা এসব নিয়েই কাঁথির কতিপয় উদ্যোগপতির হাত ধরেই গড়ে উঠেছে বৃহৎ শিল্প। সেই শিল্পকে কেন্দ্র করে হাজার কর্মসংস্থান সৃষ্টি করে উপকূলীয় অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন এবং কাঁথি মহকুমাকে শিল্প মানচিত্রে গুরুত্ব বাড়িয়েছে। সেইসব উদ্যোগপতিদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘা ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স এ্যসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস, কেএন সি এগ্রো ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার মীনমিত্র মমরেজ আলি, হলদিয়ার বিদ্যুৎ বেকারীর কর্ণধার অতনু দাস, ঠিকাদার সংস্থার কর্ণধার মুক্তিপদ দাস। উদ্যোগপতিদেরকে উত্তরীয়, পুষ্প স্তবক, মানপত্র ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়। পৌরোহিত্য করেন সভাপতি ক্ষিতীন্দ্র মোহন সাহু। সেই সঙ্গে জি বাংলার সা রে গা মা পা চ্যাম্পিয়ান অতনু মিশ্রকেও সম্বর্দ্ধিত করা হয়। উদ্যোগপতিগণ তাঁদের ছোট ছোট উদ্যোগ কিভাবে একটিশিল্পের আকার নেয় তা তুলে ধরেন শ্রোতাদের কাছে। বহু উৎসাহী শ্রোতা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান লক্ষণ শেঠ, চিন্তামণি মন্ডল, শ্যামল পাল, কর্ম ব্যস্ততায় উপস্থিত হতে পারেননি। তবে মেলার পরবর্তী দিনে আসবেন। সঞ্চালনা করেন দেবাশিষ মাঝি, অনিল কুমার মান্না, ইভা মাইতি, বিমান বিহারী পয়ড়্যা, রমনী মোহন পাত্র, শান্তনু দত্তবর প্রমুখ। বিষয় ভাবনা সুন্দর হলেও উদ্যোগপতিদের বক্তব্যের জন্য সময় অনেক কমে গেছে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কাঁথির শিশুমহল। তারপর ছন্দম ড্যান্স অ্যাকাডেমীর নৃত্যানুষ্ঠান হয়। নৃত্য পরিকল্পনায় ছিলেন অধ্যক্ষা অনিশা গোস্বামী।
No comments