শিল্প শহরে পথ দুর্ঘটনায় জখম- ২ হলদিয়া টাউনশিপ রিফাইনারি এম্প্লোইজ ক্লাবের সামনে এক সাইকেল আরোহী এবং এক বয়স্ক মহিলা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পিছন দিক থেকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে ধাক্কা মারে। দুজনেই তৎক্…
শিল্প শহরে পথ দুর্ঘটনায় জখম- ২
হলদিয়া টাউনশিপ রিফাইনারি এম্প্লোইজ ক্লাবের সামনে এক সাইকেল আরোহী এবং এক বয়স্ক মহিলা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পিছন দিক থেকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে ধাক্কা মারে। দুজনেই তৎক্ষণাৎ মাটিয়ে উঠে পড়ে, চিৎকার শুনে এলাকার মানুষ তৎক্ষণাৎ স্থানীয় হলদিয়া রিফাইনারি হাসপাতালে দুজনকে ভর্তি করে জানা যায়। আশংকা জনক দেখায় তাদেরকে পরবর্তীকালে সুমিত্রা দোলাই কে বিসিরায় হাসপাতালে এবং মনোরঞ্জন ভূঁইয়া কে কলিকাতায় ভর্তি করা হয়েছে।
ছেলেটির নাম মনোরঞ্জন ভূঁইয়া, বয়স ৫০ নন্দীগ্রামে বাড়ি মহিলা সুমিত্রা দোলাই বয়স ৫৬ চকতাড়োয়ান দুজনেই গুরুতর জখম হয়েছেন। বিশেষ সূত্রে জানা যায় এই প্রাইভেটকারটি হলদিয়া পেট্রো কেমিক্যাল কোন এক অফিসারের গাড়ি বলে জানা যায় । তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তদন্ত নেমেছেন হলদিয়া থানার পুলিশ।
No comments