এক্সাইড ব্যাটারী কারখানায় শ্রমিক বিক্ষোভের জেলে উত্তাল কারখানার আধিকারিকদের দূর ব্যবহারের ফলেই শ্রমিক বিক্ষোভহলদিয়ার এক্সাইড ব্যাটারি কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল কারখানা চত্বর। শ্রমিকদের অভিযোগ, নন্দদুলাল উত্থাসিনী নাম…
এক্সাইড ব্যাটারী কারখানায় শ্রমিক বিক্ষোভের জেলে উত্তাল
কারখানার আধিকারিকদের দূর ব্যবহারের ফলেই শ্রমিক বিক্ষোভ
হলদিয়ার এক্সাইড ব্যাটারি কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল কারখানা চত্বর। শ্রমিকদের অভিযোগ, নন্দদুলাল উত্থাসিনী নামে এক স্থায়ী কর্মীকে গালিগালাজ করেন এক আধিকারিক। ওই কর্মীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।নাইট ডিউটির কাজের জন্য বাকবিতণ্ডা থেকেই গণ্ডগোল বাধে। ওই কর্মী পর পর ৯দিন নাইট ডিউটি করেছেন। এদিন দুপুরে ফের ওই স্থায়ী কর্মীকে নাইট সিফ্টে কাজে বাধ্য করতে ওই আধিকারিক গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে। ওই কর্মী বলেছিলেন, পর পর নাইট করেছেন, তাই বিরতি চাইছেন। ফের সোমবার থেকে নাইট শুরু হচ্ছে। তাছাড়া তাঁর মা অসুস্থ রয়েছেন। কিন্তু আধিকারিক কোনও কথাই শুনতে চাননি। তিনি শ্রমিকদের সামনে গালিগালাজ ও হুমকি দিতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে কারখানার কয়েকশো স্থায়ী ও অস্থায়ী শ্রমিক সংস্থার প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান। প্রায় দেড় দু'ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। শ্রমিকরা হলদিয়ার ডেপুটি লেবার কমিশনারকেও লিখিত অভিযোগ করেন। শেষমেস ওই আধিকারিক লিখিত মুচলেকা দিয়ে শ্রমিক কর্মচারীদের কাছে ক্ষমা চাওয়ার পরই বিক্ষপ উঠে যায় । হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত বলেন, এক্সাইড কারখানায় শ্রমিকদের ঝামেলার বিষয়টি নজরে এসেছে। তবে সমস্যা মিটে গেছে।
No comments