Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার

রাজ্যে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার!রাজ্যে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’-এর নবম সংস্করণ। আগামী ২৪ জানুয়ারি থেকে এই শিবির শুরু হবে। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ, বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা ঘোষণা করেছে নবান্ন। ২০২০ …

 


রাজ্যে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার!

রাজ্যে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’-এর নবম সংস্করণ। আগামী ২৪ জানুয়ারি থেকে এই শিবির শুরু হবে। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ, বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা ঘোষণা করেছে নবান্ন। ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় এই শিবির। সরকারি বিভিন্ন প্রকল্পকে মানুষের হাতের নাগালে পৌঁছে দিতেই এই কর্মসূচিটি শুরু করা হয়। রাজ্যে ‘দুয়ারে সরকার’ ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এই কর্মসূচি থেকে কী কী পরিষেবা পাওয়া যাবে? নবান্ন সূত্রের খবর, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যত ক্রেডিট কার্ডের মতো পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন। উল্লেখ্যে, বেশ কয়েকদিন আগেই ফের ‘দুয়ারে সরকার’ চালু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ ঘোষণা হয়ে গেল তারিখ।

No comments