Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের সিদ্ধা-পীতপুর রাস্তা সংস্কারের দাবীতে স্মারকলিপি পেশ

কোলাঘাটের সিদ্ধা-পীতপুর রাস্তা সংস্কারের দাবীতে স্মারকলিপি পেশকোলাঘাট ব্লকের ১৬ নম্বর জাতীয় সড়কের সিদ্ধা থেকে পাঁশকুড়া ব্লকের ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের পীতপুর পর্যন্ত পাঁচ কি.মি.গুরুত্বপূর্ণ রাস্তাটি গত ২০১৯ সালে ৩ কোটি ৬৩ …

 



কোলাঘাটের সিদ্ধা-পীতপুর রাস্তা সংস্কারের দাবীতে স্মারকলিপি পেশ

           

কোলাঘাট ব্লকের ১৬ নম্বর জাতীয় সড়কের সিদ্ধা থেকে পাঁশকুড়া ব্লকের ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের পীতপুর পর্যন্ত পাঁচ কি.মি.গুরুত্বপূর্ণ রাস্তাটি গত ২০১৯ সালে ৩ কোটি ৬৩ লক্ষ ১২ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে কংক্রিটের করেছিল-হলদিয়া উন্নয়ন পর্ষদ। কংক্রিটের ওই রাস্তাটি হওয়ার মাত্র ৪ বছর পর সিদ্ধার যজ্ঞকুন্ডু থেকে বিষ্ণুবাড় পর্যন্ত ও রাস্তা মধ্যবর্তী কালভার্ট সহ বেশ কিছু অংশ বর্তমানে যাতায়াতে অনুপযোগী হয়ে উঠেছে। ফলস্বরূপ এলাকার হাজার হাজার বাসিন্দারা যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করার দাবীতে আজ সিদ্ধা-পীতপুর রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের নিকট গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সভাপতি তপন কুমার সাবুদ প্রমুখ। 

নারায়নবাবু  জানান,পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্মারকলিপি গ্রহণ করেন। উনি ঠিকাদারকে রাস্তার নষ্ট হয়ে যাওয়া অংশ অবিলম্বে সংস্কার করার নির্দেশ দেন।

No comments