Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুস্থদের হাতে পোশাক তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা কেন্দ্র

দুস্থদের হাতে পোশাক তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা কেন্দ্র

অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ  সহযোগিতা করলেন হলদিয়া ৪২ নং এরিয়া লেভেল ফেডারেশন। প্রায় ৮ শত মানুষের হাতে পো…

 




দুস্থদের হাতে পোশাক তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা কেন্দ্র



অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ  সহযোগিতা করলেন হলদিয়া ৪২ নং এরিয়া লেভেল ফেডারেশন। প্রায় ৮ শত মানুষের হাতে পোশাক তুলে দিলেন তারই সাথে ইটভাটাতে ধোঁয়ার দূষণ হয় সেই দূষণ রোধ করতে গাছ লাগানোর বার্তা দিলেন।

বিজ্ঞাপন




 যদিও সূত্রে জানা যায় প্রত্যেকটি ভাটাতে প্রায় তিন হাজার করে গাছ লাগানো হয়েছে গত পরিবেশ দিবসে। 

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/TjZZNTdOWHk

আজ ১৯ শে জানুয়ারি মহিষাদল বিধানসভার অন্তর্গত আকাশ ও কিং ভাটা তাদের কর্মচারী পরিবারের হাতে পোশাক তুলে দিলেন। 

বিজ্ঞাপন




 এই কর্মযোগে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সদস্য তথা হলদিয়া সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের  সহ-সম্পাদক নকুল চন্দ্র ঘাঁটি।অসিমা চ্যাটার্জী বিজ্ঞান কেন্দ্র সম্পাদক সন্দীপ পাত্র সিটি লেভেল ফেডারেশন সভানেত্রী কবিতা মন্ডল প্রামানিক এছাড়াও অন্যান্য সদস্য সদস্যবৃন্দ । অসীমা চ্যাটার্জি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সন্দীপ পাত্র বলেন আমরা বিভিন্ন ভাষায় দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের পোশাক তুলে দেওয়ার এই কর্মসূচি নিয়েছি তারই সাথে দূষণ রোধ করতে আমরা গাছ লাগানোর বার্তা দিলাম। আট শত মানুষের হাতে পোশাক এবং ছোট্ট ছোট্ট শিশুদের জন্য বিস্কুট এবং লজেন্স আমরা তুলে দিলাম।

বিজ্ঞাপন




 রাজ্য কমিটির সদস্য নকুলচন্দ্র ঘাঁটি এই উদ্যোগে স্বাগত জানান এবং আগামী দিনে এই ধরনের কর্মসূচি হয় তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। হলদিয়া পৌরসভা সিটি মিশন ম্যানেজার অনির্বাণ মাইতি বলেন আমরা এই ধরনের মহৎ উদ্যোগে পাশে সব সময় থাকবো। যাতে দুঃস্থ অসহায় মানুষ তারা একটু এই শীতের সময় গরমে উষ্ণতা পায় তার জন্য আমাদের সকল সদস্যরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই উদ্যোগের সাথে শামিল হওয়ার আহ্বান জানান।

No comments