হলদিয়ায় বালি চুরির অপরাধে গ্রেপ্তার ১৮
হলদিয়ায় বালি চুরির অপরাধে গ্রেপ্তার ১৮শিল্প শহর হলদিয়া নয়াচরের পাশেই হুগলি এবং হুগলি নদী।দুর্গাচক ও নয়াচর কোস্টাল থানার পুলিশ, জেলা ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের কর্মীদের সাথে হলদি নদীর চর…
হলদিয়ায় বালি চুরির অপরাধে গ্রেপ্তার ১৮
হলদিয়ায় বালি চুরির অপরাধে গ্রেপ্তার ১৮
শিল্প শহর হলদিয়া নয়াচরের পাশেই হুগলি এবং হুগলি নদী।
দুর্গাচক ও নয়াচর কোস্টাল থানার পুলিশ, জেলা ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের কর্মীদের সাথে হলদি নদীর চরে যৌথ অভিযান চালান। পদক্ষেপ করা হয় বেআইনিভাবে মাটি কাটার বিরুদ্ধে। এই অভিযানে মাটি কাটার সাথে যুক্ত ১৮ জনকে গ্রেফতার করা হয় এবং ৭ টি নৌকাসহ মাটি কাটার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
সেই নদীর মোহনায় চর সৃষ্টি হয়েছে সেই চর থেকে বালি চুরি বারে বারে অভিযোগ আসতো নড়েচড়ে বসে ছিলেন প্রশাসন আজ ১৮ জন এবং ৭টি টলার সহ গ্রেফতার করেছে পুলিশ। হলদিয়া মহকুমার আদালতে তোলা হলে সাতজনের পুলিশ রিমান্ডে নেন এবং দশজনের জেল হেফাজত। আগামী ৭ ই ফেব্রুয়ারি তাদেরকে মহকুমার আদালতে তোলার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বালি চুরির অভিযোগ বারে বারে উঠে আসতো। মহিষাদল গেঁওয়াখালি থেকে শুরু করে হলদিয়া বিভিন্ন এলাকায় যেখানে চর সৃষ্টি হয়েছে সেই সময় এলাকা থেকে বালিচুরি হত। প্রশাসন নড়েচড়ে বসতেই আজকে ৭টি ট্রলারসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইংরেজি নতুন বর্ষের শুরুতেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বড় সাফল্য।
No comments