হেলা বাড়ি কলমে - বিশ্বনাথ মান্না
বাড়ি নিয়ে বাড়াবাড়ি যত কথা শুনছি,আড়া - আড়ি ফ্ল্যাটবাড়ি ভয়ে দিন গুনছি।পুকুরেই তোলে বাড়ি আকাশটা ঢাকছে ,প্রোমোটার অবতার আইন কি মানছে ?হেলা নিয়ে খেলা চলে পকেট তো ভরছে ,কাগজ আর টিভিতে কত কথা …
হেলা বাড়ি
কলমে - বিশ্বনাথ মান্না
বাড়ি নিয়ে বাড়াবাড়ি
যত কথা শুনছি,
আড়া - আড়ি ফ্ল্যাটবাড়ি
ভয়ে দিন গুনছি।
পুকুরেই তোলে বাড়ি
আকাশটা ঢাকছে ,
প্রোমোটার অবতার
আইন কি মানছে ?
হেলা নিয়ে খেলা চলে
পকেট তো ভরছে ,
কাগজ আর টিভিতে
কত কথা বলছে।
হেলা - বাড়ি ঠোকাঠুকি
এই বুঝি চিৎপাৎ ,
বাড়ি ছেড়ে যাও চলে
মারা যাবে নির্ঘাত।
পুলিশের ছোটাছুটি
গৃহবাসীর চিৎকার ,
বহুতল টলমল
নড়বড়ে ভিত তার।
বাড়ি কয় মহাশয়
মিছে ভয় হেলানে ,
পাশে ওই বাড়িতে
কিস করি বেয়ানে।
No comments