Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যসড়কে পৃথক ২ পথদুর্ঘটনায় জখম ৩

রাজ্যসড়কে পৃথক ২ পথ দুর্ঘটনায় জখম  ৩শিল্প শহরে প্রতিনিয়ত লেগে রয়েছে পথদুর্ঘটনা। যদিও পুলিশে তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চলছে কিন্তু পথ দুর্ঘটনা জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে প্রায় লেগে রয়েছে। আজ সিটিসেন্টার  থেকে দুর্…

 



রাজ্যসড়কে পৃথক ২ পথ দুর্ঘটনায় জখম  ৩

শিল্প শহরে প্রতিনিয়ত লেগে রয়েছে পথদুর্ঘটনা। যদিও পুলিশে তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চলছে কিন্তু পথ দুর্ঘটনা জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে প্রায় লেগে রয়েছে। আজ সিটিসেন্টার  থেকে দুর্গাচক রাজ্য সড়কের উপর পরপর পৃথক ২ দুর্ঘটনায় জখম তিনজন। লিং রোডের রিলায়েন্স ফ্যাক্টরি সামনে বড় গাড়ি এসে মোটরবাইকের পিছনে ধাক্কা মারে । বড় গাড়িটি পালিয়ে যায় বলে সূত্রে জানা  যায়।  জখম হওয়া মোটর বাইক আরোহীকে তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে লাল বাবা সিমলেস টিউব কারখানার সামনে ক্রসিং চেঞ্জ করতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় দুইজন। সূত্রে জানা যায় দুর্গাচক থেকে সিটি সেন্টারে মোটরবাইক আরোহী আসছিলেন আর সেই সময় লালবাবা সিমলেস টিউব কারখানার সামনে থেকে কাটিংয়ে দিয়ে এক শ্রমিক সাইকেল নিয়ে পারাপার হচ্ছিলেন। সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনাবলে জানা যায়। মোটর বাইক আরোহীর নাম সৃজন ব্যানার্জি বয়স ২০ হলদিয়া এইচআইটি কলেজে ছাত্র। পরিবার সূত্রে জানা যায় দুর্গাচক থানার অন্তর্গত প্রিয়ংবদা হাউসিং এ বাড়ি। সৃজনের আজ এইচআইটি তে পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার সময় এই পথ দুর্ঘটনা ঘটেছে। কিছু সময়ের জন্য রাস্তা যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে পৌঁছে যান হলদিয়া সাব ট্রাফিক বঙ্কিম প্রধান । এখন দুর্গাচক হাসপাতালে সাইকেল এবং মোটরসাইকেল আরোহী কে ভর্তি করা হয়েছে। দুইজনের চিকিৎসা চলছে। সাইকেল এবং মোটরসাইকেল কে নিয়ে যাওয়া হয়েছে ভবানীপুর থানায় । তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।

No comments