স্কুলের বুক ব্যাঙ্কের উদ্যোগে পাঠ্যপুস্তক বিতরনহলদিয়ার জয়নগর হাই স্কুলের বুক ব্যাঙ্কের উদ্যোগে এম.সি.পি.আই প্রাইভেট লিমিটেডের আর্থিক সহযোগীতায় অনুষ্ঠিত হল বই বিতরণী অনুষ্ঠান৷অনুষ্ঠানে ২২৫ জন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর হাতে মাত্…
স্কুলের বুক ব্যাঙ্কের উদ্যোগে পাঠ্যপুস্তক বিতরন
হলদিয়ার জয়নগর হাই স্কুলের বুক ব্যাঙ্কের উদ্যোগে এম.সি.পি.আই প্রাইভেট লিমিটেডের আর্থিক সহযোগীতায় অনুষ্ঠিত হল বই বিতরণী অনুষ্ঠান৷অনুষ্ঠানে ২২৫ জন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর হাতে মাত্র ১০ শতাংশ মূল্যে পাঠ্য ও সহায়িকা বই তুলে দেওয়া হয়৷প্রতি বছর তের থেকে ১৪ লক্ষ টাকা পাঠ্যপুস্তক লেনদেন হয় এই বুক ব্যাঙ্কে৷ হলদিয়া গভর্নমেন্ট টেন ক্লাস সেকেন্ডারি স্কুল,পরানচক শিক্ষা নিকেতন,পার্বতীপুর পতিত পাবনী হাই স্কুল, পাথর বেড়িয়া বালিকা বিদ্যালয়, লাবন্য প্রভা বালিকা বিদ্যালয়,কাঞ্চন নগর দিদারুদ্দিন হাই স্কুল,বলাইপন্ডার পরমানন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশন প্রভৃতি স্কুলের ৬৫ জন ছাত্রছাত্রীর হাতেও তুলে দেওয়া হয় পাঠ্যপুস্তক ৷হলদিয়া হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী দীপান্বীতা মান্নার মত ছাত্রছাত্রীরা ৪৫০০ টাকার বই মাত্র ৪৫০ টাকায় পেয়ে ভীষণ খুশি৷অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এম.সি.পি.আই প্রাইভেট লিমিটেডের এইচ.আর. ডেপুটি ম্যানেজার ভি.এম. কাপুর,সি.এস.ও. কমলেশ মিনা,সৌমিত্র পন্ডা বুক ব্যাঙ্কের কর্ণধার কানাই মহন্ত প্রমুখ৷
No comments