গাছের জন্য দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
গাছের জন্য পাই মোরা ফুল ফল ছায়া, তবুও কেন কাটো গাছ নেই কি দয়া মায়া? গাছের জন্য নদী পাড়ে রোধ …
গাছের জন্য
দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
গাছের জন্য পাই মোরা
ফুল ফল ছায়া,
তবুও কেন কাটো গাছ
নেই কি দয়া মায়া?
গাছের জন্য নদী পাড়ে
রোধ হয় বান
অক্সিজেনটা বাড়ে বেশ
বাঁচে কত প্রাণ।
গাছের জন্য উষ্ণায়নও
কমে যায় বুঝি
জীব বৈচিত্রের সমারোহ
হেথায় হোথায় খুঁজি।
গাছের জন্য বনজ সম্পদ
পেয়ে থাকি মোরা
পর্যটনেও অভয়ারণ্য
একটুখানি ঘোরা।
খেলাধুলার সরঞ্জাম আর
মসলাটাও পাই
ভেষজ ঔষধ উৎসবেও
গাছেই ভরসা ভাই।
গাছ লাগাবো গাছ বাঁচাবো
এটাই মোদের শপথ
দূষণ রোধে নেই খোলা
অন্য কোন পথ।
------------
No comments