Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫১ মূর্তির মহাপ্রভুর আগমন মহামিলন উৎসব

৫১ মূর্তির মহাপ্রভুর আগমন মহামিলন উৎসব  বিগত বছরের ন্যায় এবারও ৫১ মূর্তির মহাপ্রভুর আগমন মহামিলন অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর এগরা ১ ব্লকের কাশিমপুর- আইলান কাঠ লোডিং সংস্থার পক্ষ থেকে এই বছর তারা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে । গ্র…

 

৫১ মূর্তির মহাপ্রভুর আগমন মহামিলন উৎসব 

 বিগত বছরের ন্যায় এবারও ৫১ মূর্তির মহাপ্রভুর আগমন মহামিলন অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর এগরা ১ ব্লকের কাশিমপুর- আইলান কাঠ লোডিং সংস্থার পক্ষ থেকে এই বছর তারা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে । গ্রামের মানুষের সহযোগিতায় ও পাশাপাশি মানুষের সহযোগিতায় আমরা এই মহোৎসবে পরিণত হয়েছে । মহামিলের মহাপ্রভুর সঙ্গে মানুষের মহামিলন । সঙ্গে আমরা দশ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করেছি , যদি বারতে কিছু হয় তাতেও কোন অসুবিধা নেই ১৫০০০ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সাধারণ মানুষের সহযোগিতায় আজ আমরা জায়গায় পৌঁছেছি। বিগত দিনে আমরা যাতে করতে পারি সেই সহযোগিতা মানুষের কাছে আশা করছি। আপনারা সহযোগিতা করুন যাতে আমরা আগামী দিনে আরো বড় অনুষ্ঠান করতে পারি। আপনারা যাতে সাহায্য করেন এই আশাই করছি 

আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাউল গান আছে প্রতিনিয়ত আমাদের পাঁচ দিন ধরেই অনুষ্ঠান। বিগত দিনেও এটি চলবে। আমরা চাইছি যাতে সাধারণ মানুষ পাশে থাকে যাতে আমরা আগামী দিনে বৃহত্তর করতে পারি। সাধারণ মানুষের সহযোগিতা আমরা চাইছি।

গ্রামের মানুষ যাতে সুখে থাকে মহাপ্রভুর কাছে এই প্রার্থনাই করছি বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

No comments