হলদিয়া রিফাইনারির ৫০ বছর পূর্তি উপলক্ষে একস্টা মাইল ম্যারাথন
হলদিয়া রিফাইনারির ৫০ বছর পূর্তি উপলক্ষে রিফাইনারির উদ্যোগে আজ 'এক্সট্রা মাইল ম্যারাথন' আয়োজিত হল। ৪৪ কিলোমিটার, ২২ কিলোমিটার, ১১ কিলোমিটার ও ৫ কিলোমিটার - এই চ…
হলদিয়া রিফাইনারির ৫০ বছর পূর্তি উপলক্ষে একস্টা মাইল ম্যারাথন
হলদিয়া রিফাইনারির ৫০ বছর পূর্তি উপলক্ষে রিফাইনারির উদ্যোগে আজ 'এক্সট্রা মাইল ম্যারাথন' আয়োজিত হল। ৪৪ কিলোমিটার, ২২ কিলোমিটার, ১১ কিলোমিটার ও ৫ কিলোমিটার - এই চারটি দূরত্বে মহিলা, পুরুষ ও শিশু মিলিয়ে প্রায় ১৭০০ জন প্রতিযোগী দৌড়ে অংশ নেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে দশম স্থানাধিকারীদের স্মারক ও আর্থিক পুরস্কারে সম্মানিত করা হয়। দৌড় শেষে নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে এক অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ফিন্যান্স ও আর অ্যান্ড ডি ডিভিশনের দুই ডিরেক্টর যথাক্রমে অনুজ জৈন ও অলোক শর্মা। উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল।
এই উপলক্ষে স্টেডিয়াম প্রাঙ্গণে সকালে নেতাজী সুভাষ চন্দ্র বসুর একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়।
No comments