পঞ্চাশ তম বর্ষপূর্তি উৎসব হলদিয়া রিফাইনারির। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া গোড়াপত্তন হয়েছিল এ্যাঙ্কারেজ থেকেই হলদিয়া বন্দর এবং তারই অনুসারী শিল্প হলদিয়া রিফাইনারি এবং পরবর্তীকালে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৫…
পঞ্চাশ তম বর্ষপূর্তি উৎসব হলদিয়া রিফাইনারির। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া গোড়াপত্তন হয়েছিল এ্যাঙ্কারেজ থেকেই হলদিয়া বন্দর এবং তারই অনুসারী শিল্প হলদিয়া রিফাইনারি এবং পরবর্তীকালে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৫৯ সালের ১লা নভেম্বর এ্যাঙ্কারেজ প্রথম বন্দরে জাহাজ এসেছিল। সেই থেকেই শিল্পশহর হলদিয়া তিলে তিলে তিলোত্তমা হয়েছে। আজ২৩ শে জানুয়ারি হলদিয়া রিফাইনারি ৫০ তম জন্ম দিবস সেই জন্ম দিবসে সকাল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। রাজ্য এবং ভিন্ন রাজ্যের মানুষ এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করেছেন বহুবিবাহিত মহিলারা তাদের দাবি প্রতিবছর হোক এই ধরনের ম্যারাথন দৌড়। এবারের ম্যারাথন ওপেন ক্যাটাগরিতে প্রথম এবং দ্বিতীয় হয়েছেন হলদিয়ার দুই মহিলা।
No comments