দিন দুপুরে শিল্প শহরে টেলারিং দোকানে আগুনবাংলা নববর্ষের শুরু থেকেই শিল্প শহরের বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা বারে বারে শোনা যেত , দুর্গা চক চৈতন্যপুর এবং গোকুল ফ্যাক্টরি সামনে আগুন লেগেছিল। শিল্প শহরে আগুনের বিভীষিকা দেখা যায…
দিন দুপুরে শিল্প শহরে টেলারিং দোকানে আগুন
বাংলা নববর্ষের শুরু থেকেই শিল্প শহরের বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা বারে বারে শোনা যেত , দুর্গা চক চৈতন্যপুর এবং গোকুল ফ্যাক্টরি সামনে আগুন লেগেছিল। শিল্প শহরে আগুনের বিভীষিকা দেখা যায় যদিও অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে বিভিন্ন দোকান স্কুল কলেজ এবং বাজারে যে সকল দোকান রয়েছে তাদের সেফটি বিষয়ে ট্রেনিং যেমন দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে যাতে অগ্নি নির্বাহ সার্টিফিকেট নিয়ে দমকলের নির্দেশ অনুযায়ী চলেন তার প্রচার অভিযান চলছে। গত ১৮ই জানুয়ারি অর্থাৎ গতকাল হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং দোকানদারদের দেখে যেমন অগ্নি বিষয়ে সচেতন করা হয়েছে এবং তারই সাথে ফ্রিতেই সার্টিফিকেট ও প্রদান করা হয়েছে সূত্রে জানা যায় শিল্পশহর প্রবেশদ্বার ব্রজলাল চক হাই রোড মিলন বাজার ভবানীপুর থানার অন্তর্গত রাজ টেলার্স দুপুরের ইস্ত্রী করার পর দরজা লাগিয়ে খেতে চলে যায়। হঠাৎ দেখতে পায় ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে তৎক্ষণাৎ এলাকার মানুষ চিৎকার করে ছুটে আসে এবং স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিভানোর ব্যবস্থা করলেও পরবর্তীকালে ভবানীপুর থানা এবং হলদিয়া পশ্চিমবঙ্গ সরকারের দমকল দপ্তরের খবর দেওয়া হয় প্রায় তিন ঘন্টা সময় লাগে আগুন নেভাতে এলাকার মানুষের বাজার কমিটির সম্পাদক মুক্তার আলী বলেন প্রায় ৩৫ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে একটি দমকলের ইঞ্জিন প্রায় তিন ঘন্টা সময় লাগে আগুন নেভাতে সচেষ্ট হয়েছেন।
No comments