Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কলকাতার মহামিছিলের প্রস্তুতিতে পূর্ব মেদিনীপুরের মেছেদা,পাঁশকুড়া সহ জেলার বিভিন্ন স্থানে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রচার

২১ জানুয়ারী কলকাতার মহামিছিলের প্রস্তুতিতে পূর্ব মেদিনীপুরের মেছেদা,পাঁশকুড়া সহ জেলার বিভিন্ন স্থানে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রচার 
           মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর প্রতিবাদে,আর জি করে হাসপাতালে ট্রেনি ডাক্তার…

 



২১ জানুয়ারী কলকাতার মহামিছিলের প্রস্তুতিতে পূর্ব মেদিনীপুরের মেছেদা,পাঁশকুড়া সহ জেলার বিভিন্ন স্থানে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রচার 


           মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর প্রতিবাদে,আর জি করে হাসপাতালে ট্রেনি ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ন্যায় বিচার, সারা রাজ্যে জাল ঔষধের কারবার অবিলম্বে বন্ধ,স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি বন্ধ,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ,স্মার্ট মিটার বাতিলের দাবীতে ও রাজ্যে ৮২০৭টি স্কুল বন্ধের প্রতিবাদ সহ জনজীবনের বিভিন্ন দাবীতে ২১শে জানুয়ারী এস ইউ সি আই (কমিউনিস্ট)এর পক্ষ থেকে কলকাতায় মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচিকে সফল করবার আহ্বান জানিয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেছেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল থেকেই প্রচার অভিযানে সামিল হন দলের কর্মী-সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস,নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। পাঁশকুড়া স্টেশন বাজার এলাকায় একটি বড় মিছিল পথ পরিক্রমা করে। এছাড়াও  কোলাঘাট,তমলুক,হলদিয়া,ডিমারী সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র প্রচার কর্মসূচি পালিত হয়। 

        দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি বলেন, ইতিমধ্যে জেলার গ্রাম-শহরের হাটে-বাজারে সর্বত্র প্রচার চলছে। মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মানুষজন ওই মহামিছিলের খরচ সংকুলানের জন্য স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়েও দিচ্ছেন।

No comments