হলদিয়া পৌরসভায় পশ্চিমবঙ্গ বিধানসভা লোকাল অ্যাকাউন্ট কমিটির ৭ সদস্যের প্রতিনিধি দলপূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভা ২৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত ৫ ইসেপ্টেম্বর ২০২২ মেয়াদ শেষ হয়েছে ৬ সেপ্টেম্বর থেকে হলদিয়া মহকুমার শাস…
হলদিয়া পৌরসভায় পশ্চিমবঙ্গ বিধানসভা লোকাল অ্যাকাউন্ট কমিটির ৭ সদস্যের প্রতিনিধি দল
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভা ২৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত ৫ ইসেপ্টেম্বর ২০২২ মেয়াদ শেষ হয়েছে ৬ সেপ্টেম্বর থেকে হলদিয়া মহকুমার শাসক তথা পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন সুপ্রভাত চট্টোপাধ্যায়। দীর্ঘ প্রায় কয়েক বছর হয়ে গেল পৌর নির্বাচন হয়নি কিন্তু পৌর এলাকার উন্নয়ন তা যথারীতি অব্যাহত রয়েছে গত ৪ঠা জানুয়ারি এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি। পৌর এলাকায় ইতিমধ্যে আমকাঠেলের বাগান এবং পরিবেশ পরিবেশ রক্ষার্থে চারা গাছ রোপন, পৌর প্রশাসনিক ভবনের সৌর বিদ্যুৎ স্থাপন, ইনকাম সাকশন মেশিনের উদ্বোধন দিব্যাঙ্গদের ট্রাই সাইকেল হুইলচেয়ার ও শ্রবন যন্ত্র প্রদান। এছাড়াও পৌরবাসীদের জন্য জিমখানা এবং ২৯ টি ওয়ার্ডে গারভেজ টোটো টিপার গাড়ি প্রদান পৌর পাঠ ভবন স্কুলে মেডিসিন প্যান্টের উদ্বোধন এবং স্মোক এ্যানালাইজার ও অ্যালকোহল ব্রিথ এনালাইজার মেশিন পুলিশকে প্রদান।
হলদিয়া পৌরসভা পশ্চিমবঙ্গ বিধানসভার লোকাল একাউন্টস কমিটির ৭ সদস্যের প্রতিনিধিদলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। এই প্রতিনিধি দলের চেয়ারম্যান ছিলেন সৌমেন কুমার মহাপাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া মহকুমার শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়।
No comments