Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাঘিনী জিনাত কে ধরতে খরচ ৩৫ কোটি

বাঘিনী জিনাত কে ধরতে খরচ ৩৫ কোটি টানা ৯ দিন বনদপ্তরকে নাকানি-চোবানি খাইয়ে ছেড়েছে জিনাত। ২০ শে ডিসেম্বর ঝাড়গ্রামে কাটাচুয়ার  জঙ্গল থেকে বেলপাহাড়ি কাঁকড়া ঝোড় ময়ূর ঝর্ণা সহ বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে বাঘিনী জিনাত। সেখান থেকে …

 

বাঘিনী জিনাত কে ধরতে খরচ ৩৫ কোটি 

টানা ৯ দিন বনদপ্তরকে নাকানি-চোবানি খাইয়ে ছেড়েছে জিনাত। ২০ শে ডিসেম্বর ঝাড়গ্রামে কাটাচুয়ার  জঙ্গল থেকে বেলপাহাড়ি কাঁকড়া ঝোড় ময়ূর ঝর্ণা সহ বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে বাঘিনী জিনাত। সেখান থেকে পুরুলিয়া রাইকা পাহাড় এলাকায় বনকর্মীদের সঙ্গে টানা ৭ দিন লুকোচুরি খেলে শুশুনিয়া পাহাড় টপকে বাঁকুড়ায় ঢুকে শেষে ২৯ শে ডিসেম্বর ঘুম পাড়ানি গুলিতে শান্ত করা হয় বাঘিনী জিনাত কে। ১৭৭ জন বনকর্তা কর্মীর পারিশ্রমে অবশেষে বৎসরের শেষদিনে রাতে গ্রিন করিডর করে আলিপুর থেকে ওড়িশারনিয়ে যাওয়া হয়েছে। বাঘিনী ধরতে খরচ হিসেবে দিতে গিয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন বাঘিনীর জিনতকে ধরপাকড়ের জন্য পুরো টিম টানা ১০ দিন ধরে জঙ্গলে থেকেছে, একাধিক জেনারেল চলছে। গাড়ি খাওয়া খরচ গ্রাম ঘেরার জাল সবমিলিয়ে প্রাথমিকভাবে ৩৫ কোটি টাকা খরচ হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে। তবে বাঘিনী কে ধরতে যথেষ্ট বেগ পেতে হলেও বনমন্ত্রী জিনাতকে সরকারি অতিথী হিসাবে দেখছেন। তিনি জানান জঙ্গল তো ওদের।ফেরযদি জিনাত বাংলায় ঢোকে তাতে আমরা প্রস্তুত পাহারাদার হিসেবে। বাঘিনী মন চাইলে আসবে,আমরা সরকারি আতিথেয়তাদেওয়ার চেষ্টা করব।

No comments