পুরুষোত্তমপুর শরৎ স্মৃতি সংঘের মাঠে অনুষ্ঠিত হল ভলিবল প্রতিযোগিতাপূর্ব মেদিনীপুর জেলা ভলিবল অ্যাসোসিয়েশন এর আয়োজনে ৫ই জানুয়ারি পাঁশকুড়ার পুরুষোত্তমপুর শরৎ স্মৃতি সংঘের মাঠে অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলা ভলিবল চ্যাম্পিয়নশি…
পুরুষোত্তমপুর শরৎ স্মৃতি সংঘের মাঠে অনুষ্ঠিত হল ভলিবল প্রতিযোগিতা
পূর্ব মেদিনীপুর জেলা ভলিবল অ্যাসোসিয়েশন এর আয়োজনে ৫ই জানুয়ারি পাঁশকুড়ার পুরুষোত্তমপুর শরৎ স্মৃতি সংঘের মাঠে অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৪- ২০২৫ । এগরা মহকুমার মহম্মদপুর দেশপ্রান ক্লাব জেলার সেরা ক্লাবের শিরোপা অর্জন করে। রানার আপ হয়েছে কাঁথি মহকুমার ব্যাড বয় ক্লাব। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য ভলিবল সংস্থার সাধারণ সম্পাদক মাননীয় রথীন রায় চৌধুরী। বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করেন রাজ্য ভলিবল সংস্থার যুগ্মসচিব করুনা নিশান প্রামানিক, ও ট্রেজারার সঞ্জীব মিত্র, পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বি ডি ও তনয় সাহা।জেলা ভলিবল সংস্থার সাধারণ সম্পাদক ত্রিদিব হাজরা বলেন - ইতিপূর্বে গত ২২ ও ২৩ শে ডিসেম্বর চারটি মহকুমায় পৃথকভাবে চারটি ভলিবল টুর্নামেন্ট হয়েছে।সব মিলিয়ে জেলার মোট ২২ টি দল অংশগ্রহণ করে। প্রতিটি মহকুমার চ্যাম্পিয়ন ও রানার্স দলকে নিয়ে জেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।আজকের এই টুর্নামেন্ট থেকে পূর্ব মেদিনীপুর জেলা ভলিবল দল গঠনের জন্য প্রাথমিকভাবে ২২ জনকে বাছাই করা হয়েছে। এদের নিয়ে হবে আবাসিক প্রশিক্ষণ শিবির। আগামী ২২-২৬ শেষ জানুয়ারি ২০২৫ তারিখ ৬৪ তম সিনিয়র রাজ্য ভলিবল প্রতিযোগিতা ( ডিস্ট্রিক্ট) অনুষ্ঠিত হবে নন্দকুমার হাইস্কুল ফুটবল ময়দানে। জেলা ভলিবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আজ বিজয়ী ও বিজীত দলের হাতে সুদৃশ্য ট্রফি, সার্টিফিকেট, ক্রীড়া সামগ্রী তুলে দেন রাজ্য ও জেলা সংস্থার কর্মকর্তারা।
No comments