হলদিয়া পৌর এলাকায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি
শিল্প শহরের পরিবেশ পারস্পরিক অবস্থা জানতে পরিবেশ অ্যাপ তৈরি করলো হলদিয়া পৌরসভা। এই অ্যাপের মাধ্যমে শিল্পাঞ্চল এলাকায় বাতাসে ধূলিকণা আদ্রতা জানার পাশাপাশ…
হলদিয়া পৌর এলাকায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি
শিল্প শহরের পরিবেশ পারস্পরিক অবস্থা জানতে পরিবেশ অ্যাপ তৈরি করলো হলদিয়া পৌরসভা। এই অ্যাপের মাধ্যমে শিল্পাঞ্চল এলাকায় বাতাসে ধূলিকণা আদ্রতা জানার পাশাপাশি পৌরবাসী সমস্যার কথা জানাতে পারবে। শনিবার ৪ঠা জানুয়ারী হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে এই অ্যাপের উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ছিলেন পূর্ব মেদনীপুর জেলা সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । হলদিয়া পৌর প্রশাসনিক ভবনে সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এর ফলে সারা মাস বিদ্যুৎ বিল সাশ্রয় হবে ,পৌর এলাকার শান্তি বজায় রাখতে স্মোক অ্যানালাইজার এবং অ্যালকোহল ব্রিথ অ্যানালাইজার মেশিন পুলিশকে তুলে দিয়েছে হলদিয়া পৌরসভা। এছাড়া একগুচ্ছ প্রকল্পের সূচনা হয় দেবাঙ্গদের ট্রাই সাইকেল, হুইলচেয়ার এবং শ্রবন যন্ত্র প্রদান করা হয়েছে। সমস্ত ওয়ার্ডের আবর্জনা তুলে আনার জন্য টোটো ট্রিপার গাড়ি প্রদান করা হয়েছে। পৌর এলাকার তিনজন যক্ষা রোগীকে সাপ্লিমেন্টারি ফুডস দেওয়া হয়। দমকল না পৌঁছানো জায়গায় দ্রুত আগুন নেভানোর জন্য তেল চালিত জলতোলা মেশিন দেওয়া হয়েছে। এছাড়াও পৌরবাসীর শরীরচর্চার জন্য আধুনিক জিম খানার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা ,সিইও সুধীর কুন্থম, অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ এসডিপিও শান্ত ব্রত দত্ত , অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ প্রমূখ হলদিয়া পৌর পাঠভবন স্কুলের ভেষজ বাগান তৈরি করা হয়েছে। সহযোগিতা করবে রাজ্য মেডিসিনাল প্ল্যান বোর্ড, এর পাশাপাশি এখানে ড্রাগন ফলের চাষ হবে উপস্থিত ব্যক্তিবর্গ ভেষজ বাগানে একটি করে গাছ রোপন করেন।
No comments