তমলুকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের বিক্ষোভ ডেপুটেশন
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সাম্প্রতিক প্রসূতি মৃত্যুর তদন্ত এবং ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি,নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ…
তমলুকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের বিক্ষোভ ডেপুটেশন
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সাম্প্রতিক প্রসূতি মৃত্যুর তদন্ত এবং ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি,নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ সমস্ত ঔষধ ও স্যালাইন বাতিল,স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বন্ধ,জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সঠিক মানের ঔষধ সরবরাহ প্রভৃতি দাবীতে আজ পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন,জেলা মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ ডাঃ নারায়ন মিদ্যার নিকট বিক্ষোভ-ডেপুটেশন ও চার দফা দাবী সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনগুলির পক্ষে জয়দেব ঘড়া,রামচন্দ্র সাঁতরা,দিলীপ মাইতি,প্রণব মাইতি,শঙ্কর দোলুই,সেক সিরাজ প্রমূখ। ডাঃ রায় দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিনিধিদলকে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মেডিকেল সার্ভিস সেন্টার এর পক্ষে ডাঃ জয়দেব ঘড়া, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষে প্রণব মাইতি। স্মারকলিপি পাঠ করেন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের জেলা নেতৃত্ব দিলীপ মাইতি।
No comments