রাজ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৬ দফা চিঠি দিয়ে ব্যবস্থা নিতে বললেন পূর্ব মেদিনীপুরের এসপিকেরাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জিআইএস ল্যাবে স্যাটেলাইট চিত্রে পূর্ব মেদিনীপুরে আটটি থানা এলাকায় দেদার নাড়া পোড়ানোর চিত্র উঠে এসেছে। এরপরই পর্…
রাজ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৬ দফা চিঠি দিয়ে ব্যবস্থা নিতে বললেন পূর্ব মেদিনীপুরের এসপিকে
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জিআইএস ল্যাবে স্যাটেলাইট চিত্রে পূর্ব মেদিনীপুরে আটটি থানা এলাকায় দেদার নাড়া পোড়ানোর চিত্র উঠে এসেছে। এরপরই পর্ষদের পক্ষ থেকে পুলিস সুপারকে ছয় দফা চিঠি দিয়ে ব্যবস্থা নিতে বলা হল। গত ২জানুয়ারি থেকে ১৩জানুয়ারি পর্যন্ত পর্ষদের সদস্য সচিব মোট ছ’বার চিঠি দিয়েছেন। তাতে কোন থানার কোন মৌজায় নাড়া পোড়ার ঘটনা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে সেইসব জায়গার নাম উল্লেখ করা হয়েছে। পর্ষদ থেকে চিঠি আসার পরই পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সংশ্লিষ্ট থানার আইসি এবং ওসিদের চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এগরায় সবচেয়ে বেশি নাড়া পোড়ার ঘটনা ঘটেছে। এগরা-১ ও ২ ব্লক সহ কৃষি অধিকর্তাদের সঙ্গে নিয়ে পুলিসের টিম ১০-১২টি গ্রাম পঞ্চায়েত এলাকা ভিজিট করেছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য একেবারে সঠিক বলে পুলিসের পক্ষ থেকে স্বীকার করা হয়। এরপর গত ২০জানুয়ারি এগরা থানার পুলিস একটি সুয়োমোটো মামলা করেছে। আগুন ধরানোর ঘটনা কেউ স্বীকার না করায় নাম ছাড়াই মামলা করেছে পুলিস।
জানা গিয়েছে, এগরা-২ ব্লকের বাথুয়াড়ি, দুবদা, ঋষি বঙ্কিমচন্দ্র, বাসুদেবপুর, রামনগর-২ ব্লকের মৈথনা, দেশপ্রাণ ব্লকের বামুনিয়া, পটাশপুর-১ ব্লকের ব্রজলালপুর, নৈপুর পঞ্চায়েত এলাকায় ব্যাপক নাড়া পোড়ার ঘটনা ঘটেছে। এছাড়াও কাঁথি-১ ব্লকের সাবাজপুট ও মহিষাগোট পঞ্চায়েত, এগরা-১ ব্লকের কসবা এগরা, ছত্রী এবং পাঁচরোল পঞ্চায়েতে বেশকিছু জায়গায় নাড়া পোড়ার ঘটনা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। গত ২জানুয়ারি, ৩, ৭, ৯, ১০ ও ১৩জানুয়ারি মোট ছ’দফায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব এনিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এসপিকে চিঠি দিয়েছেন। ওই চিঠি পাওয়ার পরই পুলিস সুপার সংশ্লিষ্ট থানার আইসি এবং ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল নাড়া পোড়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এধরনের ঘটনা ঘটলে আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ রয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটি জিআইএস ল্যাব বসিয়েছে। তার সাহায্যে গোটা রাজ্যে কোথাও নাড়া পোড়ানো হচ্ছে কিনা তারউপর নজরদারি চালানো যায়। মূলত ওই সিস্টেমে নাড়া পোড়ার ঘটনা স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে। অক্ষাংশ, দ্রাঘিমাংশ সমেত এলাকার নাম উঠে আসে। ওই যন্ত্রের সাহায্যে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় নাড়া পোড়ার ঘটনা সামনে এসেছে। পর্ষদের পক্ষ থেকে পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে ব্লক, পঞ্চায়েত এবং নির্দিষ্ট গ্রামের নামও উল্লেখ করে দেওয়া হয়েছে।
আমন ধান মাঠ থেকে বাড়িতে তোলার পরই কাঁথি এবং এগরা মহকুমার বিভিন্ন জায়গায় মাঠে নাড়া পোড়ানো হচ্ছে। মেশিনের সাহায্যে ধান কাটার পর বড় নাড়া এখন পুড়িয়ে ফেলা হচ্ছে। বোরো চাষের জন্য মাঠে জল ঢোকানোর আগে চাষিদের অনেকেই এই কাজ করছেন। কৃষিদপ্তরের পক্ষ থেকে নাড়া পোড়ানো বন্ধ করতে লাগাতার কর্মসূচির পরও এটা বন্ধ হয়নি। স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া তথ্যে অন্তত সেটাই প্রমাণিত।
No comments