মৃত ব্যক্তি সৎ কাজ করতে গিয়ে পথ*দুর্ঘটনায় জ*খম ৮
হলদিয়া টাউনশিপ হাতিবেড়িয়া সুপ্রিয় পেট্রোল পাম্পের সামনেই একটি মেশিন ভ্যান উল্টে যায়। জানা যায় ওই মেশিন ভ্যানে আট জন আরোহী ছিলেন। প্রত্যেকে গুরুতর জখম হয়েছেন । খবর পেয়ে ঘটন…
মৃত ব্যক্তি সৎ কাজ করতে গিয়ে পথ*দুর্ঘটনায় জ*খম ৮
হলদিয়া টাউনশিপ হাতিবেড়িয়া সুপ্রিয় পেট্রোল পাম্পের সামনেই একটি মেশিন ভ্যান উল্টে যায়। জানা যায় ওই মেশিন ভ্যানে আট জন আরোহী ছিলেন। প্রত্যেকে গুরুতর জখম হয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হলদিয়া থানার পুলিশ। তাদেরকে উদ্ধার করে হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রে জানা যায় মৃত ব্যক্তির অস্থি ভাষাতে যাচ্ছিলেন হলদিয়া টাউনশিপ হলদি নদীতে। প্রত্যেকের বাড়ি ভবানীপুর থানার অন্তর্গত ডিঃ শিবরাম নগর তারা রাণীচক থেকে টাউনশিপ যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ।
No comments