সর্বধর্ম সমন্বয়ে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবসে প্রার্থনা সভা! ব্রজলাল চক হাই রোড মোড়ে পালিত হল মহাত্মা গান্ধীর প্রয়াণ ও শহীদ দিবস
পূর্ব মেদিনীপুর জেলা প্রবেশদ্বার ব্রজলালচক হাই রোড হলদিয়া গেটে নিচে অবস্থিত মহাত্মা গান্ধীর ম…
সর্বধর্ম সমন্বয়ে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবসে প্রার্থনা সভা! ব্রজলাল চক হাই রোড মোড়ে পালিত হল মহাত্মা গান্ধীর প্রয়াণ ও শহীদ দিবস
পূর্ব মেদিনীপুর জেলা প্রবেশদ্বার ব্রজলালচক হাই রোড হলদিয়া গেটে নিচে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তি পাদদেশে আজ পালিত হলো সর্বধর্ম সমন্বয়ে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসের প্রার্থনা সভা। ব্রজলালচক বাপুজী কুঠি তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংস্থার সম্পাদক আলোক রঞ্জন দাস তিনি বলেন আজকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় স্থানীয় চারটি স্কুলের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন । এবং বহু পথচারীবৃন্দ আজকের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ছাত্র-ছাত্রীদের দ্বারা কুইজ নৃত্য গান কবিতা এবং দুস্থ মানুষদের শীতের সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে আজকের এই সর্বধর্ম সমন্বয়ে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করলাম। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা কর্মীবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার কার্যকরী সভাপতি মদনমোহন সেন।
No comments